বিনোদন ডেস্ক :
টেলিভিশনে সুন্দরী নারী দেখলেই
মেয়েরা ভাবেন, ইস, যদি অমন সুন্দর
হতে পারতাম। আর পুরুষেরা ভাবেন তার
প্রেমিকা কিংবা স্ত্রী যদি অমন
সুন্দরী হতেন। সবাই হয়তো নন,
তবে অধিকাংশ মানুষ ভাবনা এরকমই। নিজের
চাইতে সুন্দর
কাউকে দেখলে আমরা মনে মনে আফসোস
করি, ভাবী বিধাতা কেন আমাদের অতটা রূপ
দিলেন না?
তবে আপনি যা ভাবছেন তা তো ভুলও
হতে পারে। পর্দায় যে রূপ দেখে আমরা মুগ্ধ হই
তা তো মিথ্যাও হতে পারে। মেকআপ
দিয়ে তৈরি করা মুখের প্রেমেই আমরা পড়ি।
মুখে রং মেখেই কত রকমের
চেহারা হয়ে ওঠে সুন্দর। আসল
চেহারা মেকআপের গুণে আমুল
বদলে যেতে পারে।
রুপোলি জগতটা এরকমই রং আর আলোর খেলা।
এই রং আর আলো দর্শককে মুগ্ধ করে রাখে।
দর্শক টেরও পান না ক্যামেরার
পেছনে তারকাদের মুখগুলো কি রকম।
Comments
Post a Comment