দীর্ঘ চার বছর পর বলিউডে ফিরতে চলেছেন
তিনি৷সংবাদ মাধ্যমের প্রচারে এ যাবৎ
জানা গিয়েছিল ‘জসবা’ই তাঁর কামব্যাক
ছবি৷কিন্তু হিসেবটা একটু
পালটে গিয়েছে৷বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ
কক্করের ‘হ্যাপি অ্যানিভার্সারি’তে কাজ
করার কথা ছিল তাঁর৷কিন্তু পরিচালকের
সঙ্গে মন কষাকষি হওয়ায়
প্রজেক্টটি থেকে সরে আসেন তিনি৷আর
সঞ্জয় গুপ্তার ‘জসবা’তেই কামব্যাক করবেন
বলে ঠিক করেন৷কিন্তু প্রহ্লাদের সঙ্গে সব
ঝামেলা মিটে গিয়েছে প্রাক্তন
বিশ্বসুন্দরীর৷সুতরাং অভিষেকের
বিপরীতে ‘হ্যাপি অ্যানিভার্সারি’তে কাজ
করছেন তিনি৷পরিচালক প্রহ্লাদ কক্কর
একটি প্রথম শ্রেণীর দৈনিকে এ
কথা স্বীকার করে একটি সাক্ষাৎকারও
দিয়েছেন৷
প্রহ্লাদের সঙ্গে অ্যাশের সম্পর্ক আজকের
নয়৷১৯৯৩সাল, বিশ্বসুন্দরী হওয়ার পর ঐশ্বর্যার
প্রথম বিজ্ঞাপন৷সঙ্গে ছিলেন আমির খান ও
মহিমা চৌধুরি৷পরিচালক প্রহ্লাদ
কক্কর৷বিজ্ঞাপনটি বিরাটহিট
করে এবং অ্যাশকেও খুব দ্রুত
প্রচারে নিয়ে আসে৷এটির পর থেকেই প্রচুর
ছবির অফার পেতে শুরু করেন বচ্চন বহুরানি৷
২০১৫র ফেব্রুয়ারিতে হ্যাপি অ্যানিভার্সারির
শুটিং শুরু হচ্ছে৷বিয়ে এবং দাম্পত্য
সংক্রান্ত নানা ছোটখাটো বিষয় নিয়েই
ছবির চিত্রনাট্য লিখেছেন প্রহ্লাদ৷
Comments
Post a Comment