শুভ-মমর রোমান্স
চিত্রনায়িকা মম যেন ডানাছাড়া পাখি। তিনি আশায় আশায় দিন গোনেন আরেফিন শুভর। এ দিকে শুভকে মম ছুঁয়ে দিলে আজীবন উড়বে শুভ। এমন দৃশ্যই দেখা যাচ্ছে ছুঁয়ে দিলে মন সিনেমার টাইটেল ট্র্যাকের ভিডিওতে।
৩১ ডিসেম্বর, এ টাইটেল ট্র্যাকের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। রোমান্টিক এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও শাকিলা সাকি। শাহান কবন্দের কথায় গানটির সুর করেছেন সাজিদ সরকার।
একটি ছেলের হারিয়ে যাওয়া প্রেম এবং তার সংগীতশিল্পী হয়ে ওঠার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মম, মিশা সওদাগর, আলীরাজ, ইরেশ যাকের, নওশবা, সুষমা সরকার, মাহবুবজ্জামান মিঠু প্রমুখ।
এশিয়াটিক ধ্বনিচিত্র এবং মনফড়িং লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ সিনেমা ২০১৫ সালের বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
Comments
Post a Comment