সুন্দরবনে নৌচলাচল বন্ধ চায় জাতিসংঘ

সুন্দরবনে নৌচলাচল বন্ধ চায় জাতিসংঘ


শেলা নদীতে ট্যাংকারডুবিতে তেল দূষণের প্রেক্ষাপটে সুন্দরবনের মধ্য দিয়ে নৌ চলাচল বন্ধের সুপারিশ করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল।

তেল দূষণের পর সুন্দরবন ঘুরে এসে বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের যৌথ পর্যবেক্ষণের প্রাথমিক ফলাফল তুলে ধরেন দল প্রধান এমিলিয়া ভলস্ট্রম।
তিনি বলেন, “এ দুর্ঘটনা একটা ওয়েকআপ কল। এতে ম্যানগ্রোভ ও জলজ বাস্তুতন্ত্রের ওপর আপাতত তেলের প্রভাব সীমিত। তবে দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবেলায় নিয়মিত তদারকি ও সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল বন্ধ করা উচিত।”
গত ৯ ডিসেম্বর ট্যাংকার দুর্ঘটনায় সাড়ে ৩ লাখ টন ফার্নেস অয়েল বিশ্ব ঐতিহ্য ‍সুন্দরবনের নদী ও খালে ছড়িয়ে পড়ার পর বাণিজ্যিক নৌচলাচল আপাতত বন্ধ।
পরিবেশ মন্ত্রণালয় নৌচলাচল স্থায়ীভাবে বন্ধ করতে চাইলেও মংলা বন্দর সচল রাখার যুক্তি দেখিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আপত্তিতে তা ধোপে টেকেনি।
বুধবার জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, নৌ চলাচল এ মুহূর্তে বন্ধ থাকলেও বিকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে।
“এ মুহূর্তে ওই রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। বিকল্প না নিয়ে দীর্ঘদিন তা বন্ধ রাখলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। সব কিছু বিবেচনায় নিয়ে সরকার ব্যবস্থা নেবে।”
ভলস্ট্রম বলেন, শেলা নদীসহ সুন্দরবনের ভেতর দিয়ে নৌচলাচল করতে দেওয়ার আগে প্রয়োজনীয় সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন
সুন্দরবনে তেল দূষণে জাতিসংঘ উদ্বেগ জানানোর পর গত ১৮ ডিসেম্বর বিশ্ব সংস্থাটির গবেষক দল বাংলাদেশে আসে। তারা গত ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে ছিলেন।
সরকারি কর্মকর্তা, বেসরকারি বিশেষজ্ঞদের নিয়ে ২৫ জনের বিশেষজ্ঞ দলটি আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে।
প্রতিনিধি দলটি বলছে, দুর্ঘটনা পরবর্তী স্থানীয়দের তৎপরতা, ট্যাংকার চলাচল সাময়িক নিষিদ্ধ করা, জোয়ার-ভাটার পরিবর্তন অনুকূলে থাকায় তেলের বিস্তার অনেকটাই কমিয়ে দেয়।
“নদীর পানি কম হওয়ায় সুন্দরবনের ভেতরের অংশে তেল প্রবেশ করতে পারেনি বলে ম্যানগ্রোভ বনের ওপর দৃশ্যত কোনো প্রভাব পড়েনি এবং বন্য প্রাণীর ওপরও তেলের মারাত্মক প্রভাব সীমিত পরিমাণে দেখা গেছে।”
দুর্ঘটনাস্থল থেকে আশপাশের প্রায় ৪০ কিলোমিটার জায়গায় নানান মাত্রায় তেলের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
পরিবেশমন্ত্রী মঞ্জু বলেন, “এ দুর্ঘটনা আমাদের জন্য আগাম সতর্কবার্তা। এ ধরনের দুর্ঘটনা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতিও ছিল না। এরপরও ইমেডিয়েট অ্যাকশন নিচ্ছি। আগামী দিনেও স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত সচিবের নেতৃত্বে মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহাপরিচালকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনসহ জাতিসংঘ প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

যুক্তরাজ্যের এক তরুণী পার্টি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। গাড়িটি সোজা লাগিয়ে দেন ট্রাকের সঙ্গে। দুর্ঘটনায় তার তিন বন্ধু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও খুব বেশি আহত হননি ২১ বছরের ওই তরুণী।

এ ঘটনা অনেকেই অলৌকিক মনে করলেও তরুণী তা মনে করছেন না। তিনি বিশ্বাস করছেন, তার গায়ের আঁটোসাঁটো পোশাকের কারণেই তিনি বেঁচে গেছেন মৃত্যুর হাত থেকে।

জো টারনার নামের ২১ বছরের ওই তরুণী অনলাইন থেকে ওই আটসাট পোশাক কিনেছিলেন পার্টি উপলক্ষে। কিন্তু বিপদ হয় যখন তার গাড়িটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

জোর চিকিৎসকও গণমাধ্যমকে জানিয়েছেন, জোর আঁটোসাঁটো পোশাকই বাঁচিয়ে দিয়েছে তার প্রাণ। কারণ আঁটোসাঁটো পোশাক না থাকলে তার দেহের অনেক অংশই ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল।

জো জানিয়েছেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে, তার পোশাকই তার জীবন বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার তাকে বলেছেন, তিনি যদি আঁটোসাঁটো পোশাক না পরতেন তাহলে তার অঙ্গের বিভিন্ন হাড় সরে যেত।

জো আরো জানান, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন যে,  তার গায়ে ওই পোশাক না থাকলে তার শরীরের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকত। - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=32673&page=2#sthash.XjghIRU3.dpuf

Comments