আসছে পৃথিবীর সবচেয়ে স্লিম ফোন

বাজারে আসছে পৃথিবীর সবচেয়ে স্লিম ফোন। চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো আনছে এটি। ফোনটির মডেল এক্সফাইভ- ম্যাক্স।
খুব শিগগিরই ভারতের বাজারে উন্মুক্ত
করা হবে ফোনটি। তার আগে ভারতীয় সংবাদ
মাধ্যমগুলোকে বিশেষভাবে আমন্ত্রণ
জানিয়ে একটি মিডিয়া কনফারেন্স করার
ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ফোনটির প্রস্থ ৪.৭৫ এমএম এবং এটির পূরত্ব বিশ্বের
বর্তমান স্লিম ফোনটির চেয়েও .১০ এমএম কম।
ফোনটির পর্দার আকার ৫.৫ ইঞ্চি। চলবে ১.৭
গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরে। র্যামের
ক্ষমতা হবে ২ গিগাবাইট। আর অপারেটিং সিস্টেম
হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড কিটকাট।
আধুনিক সব স্মার্টফোনের মতো এটিতেও
দুদিকে ক্যামেরা থাকবে। মূল
ক্যামেরা হবে ১৩মেগাপিক্সেলের, দ্বিতীয়
বা সেলফি ক্যামেরায়
তোলা যাবে ৫মেগাপিক্সেলের ছবি। ফোনটি সব
ধরনের আধুনিক কানেক্টিভিটি অপশন সমর্থন করবে।

Comments