বিনোদন
ডেস্ক:গানে আর
ক্রিকেটে মেতে উঠতে যাচ্ছে ঢাকা। লাভ অব
ক্রিকেট (এলওসি) শিরোনামে একটি ক্রিকেট
টুর্নামেন্টে অংশ নেবেন ৩ দেশের শোবিজ
এবং ক্রিকেট অঙ্গনের তারকারা।
আগামী ফেব্রুয়ারিতে মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে জমকালো এই
ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
মাঠে খেলবেন শাকিব খান, ফেরদৌস,
নোবেল, তাহসান, সালমান খান, সোহেল
খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, সুনীল শেঠি,
ববি দেওল, রিতেশ দেশমুখ, আতিফ আসলাম,
আলী জাফরের মতো তারকারা। তাঁদের
উৎসাহ জোগাতে উপস্থিত থাকবেন নিপুণ,
রুহি, পিয়া, মেহজাবিন, সানি লিওন,
সোনাক্ষী সিনহাসহ অনেকে।
চার দিনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের
প্রতিটি ম্যাচ শেষে থাকবে তিন দেশের
তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে গাইবেন সুনিধি চৌহান, হিমেশ
রেশমিয়া, শান, মিকা সিং,
রিজিয়া পারভীন, শুভ্র দেব, আঁখি আলমগীর,
কনা, কোনাল প্রমুখ।
এই আয়োজনের অন্যতম
উদ্যোক্তা ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট
ক্লাবের চেয়ারম্যান কামাল জামান।
তিনি বলেন,
‘এটাকে আমরা সেলিব্রিটি কার্নিভ্যাল
বলতে চাচ্ছি। তিন দেশের তারকাদের
নিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকায়
একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।’ আর এ
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হল এটিএন
বাংলা।-প্রথম আলো।
Comments
Post a Comment