মনিটর হিসেবে কাজ করবে মিরর!

বিশ্বখ্যাত মোটরগাড়ি ক্যাডিলাকের নতুন
মডেলে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক এক
রিয়ারভিউ মিরর। এ মিররটি বাস্তবে মিরর
বা আয়না হিসেবে কাজ করা ছাড়াও, মনিটর
বা স্ক্রিন হিসেবেও চলে। এতে গাড়ির
পেছনের রাস্তার দৃশ্য অত্যন্ত
পরিষ্কারভাবে দেখা যায়। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
২০১৬ সালের মডেলের সিটি৬ মডেলের চার
দরজা গাড়িটিতে রয়েছে নতুন ধরনের এ
রিয়ারভিউ মিরর। এ মিররটির স্ক্রিনের জন্য
রয়েছে গাড়ির পেছনে স্থাপিত ক্যামেরা।
সে ক্যামেরার চিত্রই সম্প্রচারিত হয়
মিরররূপী মনিটরে।
অতীতে এমন মিরর
বিচ্ছিন্নভাবে পাওয়া গেলেও তা স্থাপিত
হয় নিশানের একটি কনসেপ্ট গাড়িতে।
ক্যাডিলাক এ রিয়ারভিউ মিরর প্রযুক্তির
১০টি পেটেন্ট করেছে।

Comments