বিশ্বের ক্ষুদ্রতম কার!

প্রথম দেখায় মনে হতে পারে, এটি বাচ্চাদের
খেলনা গাড়ি। কিন্তু আসল ব্যাপার তা নয়। ছোট্ট এ গাড়িতেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ৬০ বছরের এক
লোক, ব্যস্ত সড়কে অন্যান্য গাড়ির
সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে। আর আশপাশের
কার, মোটরসাইকেল আরোহীরা অবাক
হয়ে তাকে দেখছেন।
আকারে ক্ষুদ্র হলেও ইঞ্জিন, গিয়ার, ব্রেক,
এক্সেলেটর, লাইট, হর্নসহ সবই আছে এ কারে।
আছে সাউন্ড সিস্টেমের জন্য পর্যাপ্ত জায়গা,
এতে শোনার জন্য পাঁচশ' গানও বাছাই
করে রেখেছেন উদ্ভাবক। অদ্ভুত এ কারের
স্রষ্টা চীনের সাংহাইয়ের বাসিন্দা জু হিউন।
যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাস্তায় চলাচলের জন্যই
তার এ ব্যবস্থা।
ছোট্ট এ কার বানাতেই তিনি খেটেছেন পুরো দুই
বছর। তাতে খরচ পড়েছে ১৫৫ পাউন্ড,
যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার টাকা। ২৩
ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ ও ১৫ ইঞ্চি উচ্চতার এ
কারটিকেই বলা হচ্ছে বর্তমানে বিশ্বের ক্ষুদ্রতম
কার।
উদ্ভাবক জু হিউন বলেন, 'ছোটবেলা থেকেই
আমি নতুন কিছু বানাতে পছন্দ করি। ৩০ বছর
ধরে মোটরসাইকেল ব্যবহার করেছি। এর পরে কেবল
শখের বশেই ছোট্ট এ কার
বানাতে উদ্যোগী হয়েছি।' নিজের অবসর
কাটাতে এমনি আরও নানা কাণ্ডই করেন জু হিউন।
এরই মধ্যে তিনি টেলিভিশন চালাতে এবং নিজের
কাপড় তৈরির জন্য স্বয়ংক্রিয় যন্ত্রও বানিয়েছেন।
খবর :মেইল অনলাইন।

Comments