চট্টগ্রাম:
আজ সন্ধ্যা ৬টার সময় সীতাকুণ্ড উপজেলার
বারআউলিয়া সাগর উপকুল এলাকায়
বঙ্গোপসাগর থেকে জালে আটকা পড়া প্রায়
৩০কেজি ওজনের একটি কাছিম
বাজারে বিক্রি করতে যাওয়ার সময়
কাছিমসহ এক জেলে তপন দাস (৩০) কে আটক
করেছে ফৌজদারহাট পুলিশ পাড়ির সার্জেন্ট
মো. কবির।
তপন পুলিশকে বলেন
বারআউলিয়া পানামা হোটেলের মালিক
মো. আইয়ুব আলী একটি অটো সি এন
জি কে ডেকে কাছিমটি পাহাড়তলী বাজারে
জন্য তুলে দেন। ফৌজদারহাট পুলিশ পাড়ির
সার্জেন্ট মো. কবির হোসেন বলেন
আমরা গোপন সংবাদদের
ভিত্তিতে তল্লাশি চালিয়ে কাছিমটিসহ
জেলে তপন দাসকে আটক করি । পরিবেশ
অধিদপ্তরকে খবর দেওয়া হয়েছে। চট্টগ্রাম
পরিবেশ অধিদপ্তরের ক্যামিষ্ট মো. কামরুল
হাসান জানান
আমরা সরজমিনে গিয়ে কাছিমটি উপকুলিয়
বনবিভাগকে হস্থান্তর করেছি। বনবিভাগ
কাছিমটিকে অবমুক্ত করার কথা রয়েছে।
Comments
Post a Comment