চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ
গোলদাতা কে ? কেউ বলবেন লিওনেল
মেসি ৷ আবার কেউ বলবেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিন্তু বাস্তব
সত্য হচ্ছে রোনাল্ডো বা মেসি নয়, এদের
দু’জনকেই টপকে এখনও পর্যন্ত
সেরা গোলদাতা হিসেবে রয়েছেন
ব্রাজিলের তারকা ফুটবলার লুইস
আদ্রিয়ানো ৷ শাকতার ডোনেৎসের
হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন তিনি ৷ এখনও
পর্যন্ত পাঁচ ম্যাচে ৯টা গোল
করে শীর্ষে রয়েছেন আদ্রিয়ানো ৷ দ্বিতীয়
স্থানে রয়েছেন লিওনেল মেসি ৷ তিনি এখনও
পর্যন্ত সাতটি গোল করেছেন ৷
আদ্রিয়ানোর কীর্তি এখানেই শেষ নয়,
গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে —চ্যাম্পিয়নস লিগের
ইতিহাসে প্রথমার্ধে একাই চার গোল
করা একমাত্র খেলোয়াড় তিনি।
যে রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন মেসি–
রোনাল্ডোকেও।পাশাপাশি চ্যাম্পিয়ন্স
লিগের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক
করা একমাত্র খেলোয়াড়ও তিনি। এখন দেখার
এই শীর্ষস্থান ধরে রাখতে পারেন
কিনা আদ্রিয়ানো৷
Comments
Post a Comment