বিউটি পার্লার থেকে ৯ নারী আটক

চট্টগ্রাম :অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি পার্লারে অভিযান চালিয়ে ৯ নারীকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।
তবে তাৎক্ষনিকভাবে পুলিশ এ অভিযানের
বিষয়টি গোপন রাখলেও, রাত ১২টার
দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
হালিশহর থানার ডিউটি অফিসার এস আই
রফিকুল ইসলাম জানান,
গোপনসূত্রে অসামাজিক কার্যকলাপ
পরিচালিত হওয়ার খবর পেয়ে বড়পুলের
মীনা বিউটি পার্লারে অভিযান
চালানো হয়। এ সময় ওই পার্লারে অসামাজিক
কার্যকলাপ পরিচালিত হওয়ার
সত্যতা নিশ্চিত হয়ে ৯ নারী ও এক
পুরুষকে আটক করা হয়। |
রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আটকদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে বলেও জানান এস আই রফিকুল।
তবে তাদের নাম জানায় নি পুলিশ।

Comments