বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষিত ২০১৫

বিশ্বকাপে বাংলাদেশের
প্রাথমিক
দল
ঘোষিত
হয়েছে।
অস্ট্রেলিয়া-
নিউজিল্যান্ডে আগামী বছরের
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত
হবে বিশ্বকাপ।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে মোট ৩০ জন
খেলোয়াড় আছেন। এখান থেকেই ১৫ জনের মূল
স্কোয়াড ঘোষণা করা হবে।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ
বলেন, 'আমাদের কাছে এই
মুহূর্তে থাকা সেরা ক্রিকেটারদেরই প্রাথমিক
স্কোয়াডে সুযোগ দিয়েছি। প্রতিজন খেলোয়াড়ের
জন্য রিপ্লেসমেন্টের কথা ভেবে রাখতে হচ্ছে।
কারণ বিশ্বকাপ দীর্ঘ সময়ের আসর। আমাদের
স্কোয়াডটি সব দিক থেকে সেরা স্কোয়াড।'
তিনি বলেন, '৩০ জনের মধ্যে গত ছয় মাস
ধরে যারা জাতীয় দলে আছে বা যারা জাতীয়
দলের আশপাশে ছিলো তাদের অন্তর্ভুক্ত
করা হয়েছে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে সম্ভাব্য
সেরা দল বাছাই করেছি আমরা।'
প্রধান নির্বাচক আরো বলেন, 'অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের দেশগুলোর
জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশও এর
বাইরে না। ওই দেশের মতো কন্ডিশন
আমরা এখানে তৈরি করতে পারবো না।
ফলে পারফর্ম বিবেচনা করেই আমরা দল নির্বাচন
করেছি।'
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের
মতো জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান লিটন
কুমার দাস, অলরাউন্ডার মুক্তার আলি ও পেসার
মোহাম্মদ শহিদ। ঘরোয়া ক্রিকেটে এবং 'এ' দল ও
বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন
তারা।
প্রাথমিক স্কোয়াড: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ
রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক
বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন,
মোহাম্মদ ইলিয়াস সানি, জিয়াউর রহমান,
মাশরাফি বিন মর্তুজা, লিটন কুমার দাস, শফিউল
ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন
হোসেন, মুমিনুল হক, সামসুর রহমান শুভ, মুক্তার
আলি, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন
আহমেদ, আবুল হাসান রাজু, আরাফাত সানি,
মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম,
শুভাগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন ও
মোহাম্মদ শহিদ।

Comments