আন্তর্জাতিক
ডেস্ক :
আইআইটি-
র
ছাত্রদের
মোটা মাইনের
চাকরির
অফার
অস্বাভাবিক
নয়।
আইআইটি-
তে এবছর
চাকরির
রমরমা গতবারের তুলনায় অনেকটাই বেশি।
কিন্তু দেশের প্রথমসারির দুটি আইআইটি-র
ছাত্রদের বেতনের অফার
শুনলে ভিরমি খেতেই পারেন!
আইআইটি ভারতের খড়গপুর ও আইআইটি বম্বে-
তে বছরে ১ কোটি ৫৫ লক্ষ টাকা মাইনের
চাকরির অফার দিল
তথ্যপ্রযুক্তি সংস্থা ফেসবুক। দুই আইআইটি-র
কয়েকজন ছাত্রকে তারা ক্যাম্পাসিংয়েই
বেছে নিয়েছে। এ খবর
দিয়েছে ইন্ডিয়া টাইমস।
ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল
আআইটি কলেজগুলির ক্যাম্পাসিং।
মেধাবী ছাত্র-ছাত্রীদের
পেতে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের
সেরা কোম্পানিগুলি। এবং ক্যাম্পাসিং শুরু
হওয়ার প্রথম ২০ ঘণ্টার মধ্যেই সম্ভবত
সেরা চমকটা দিল ফেসবুক। আইআইটি খড়গপুর ও
আইআইটি বম্বে-তে সোশ্যাল
নেটওয়ার্কিং সাইট ফেসবুক বার্ষিক আড়াই
লক্ষ মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায়
১ কোটি ৫৫ লক্ষ টাকা) বেতনের প্রস্তাব
নিয়ে হাজির। এই বেতন ছাড়াও
উপরি হিসেবে থাকবে বোনাস।
পোস্টিং ফেসবুকের প্রধান কার্যালয়
ক্যালিফোর্নিয়ায়। সূত্রের খবর,
আইআইটি খড়গপুর থেকে তিনজন ছাত্র ফেসবুক-
এর প্রস্তাবে হ্যাঁ বলেছেন।
আইআইটি বম্বে থেকে কতজন ফেসবুকের
চাকরিতে রাজি হয়েছেন, তা এখনও
জানা যায়নি।
ফেসবুক ছাড়া মোটা বেতনের চাকরির অফার
নিয়ে হাজির স্যামসাং (বার্ষিক প্রায় ৯৩
লক্ষ টাকা), মাইক্রোসফট (বার্ষিক প্রায় ৮০
লক্ষ টাকা), গুগল (বার্ষিক প্রায় ৭৮ লক্ষ
টাকা) ও ভিসা (বার্ষিক প্রায় ৮৭ লক্ষ
টাকা)।
Comments
Post a Comment