প্রথমবার ব্যবহার করছেন স্মার্টফোন?
কোথায় কোন অপশন বুঝতে অসুবিধা? আর
চিন্তা নেই সেই সমস্যার সমাধানেও এবার
তৎপর হল গুগল। নিয়ে আসা হল নয়া অ্যাপ।
সেই অ্যাপই চিহ্নিত করে দেবে আপনার
কি সমস্যা রয়েছে।
নতুন এই অ্যাপটির নাম ‘ডিভাইস অ্যাসিস্ট’।
এই অ্যাপ স্মার্টফোনের সমস্যাগুলি চিহ্নিত
করে ব্যবহারকারীকে সঠিকভাবে ফোন
ব্যবহার করতে সাহায্য করবে।প্রথমবার
স্মার্টফোন ব্যবহার করছেন এমন কোনও
ব্যক্তিকে এই অ্যাপ
দেখিয়ে দেবে কীভাবে ব্যাটারি,
কানেকটিভিটি ও জিপিএস সংক্রান্ত
সমস্যাগুলি মিটিয়ে ফেলা যায়। গুগলের
ফ্ল্যাগশিপ ফোন নেক্সাস ও গুগল
প্লে থাকবে এমন ফোনগুলিতে গুগল সাপোর্ট
নামের একটি অপশনও থাকছে। যারা খুব
একটা টেক স্যাভি নন তাদের জন্য এই অ্যাপ
খুবই গুরুত্বপূর্ণ
হবে উঠতে পারে বলে দাবি করেছে গুগল
কর্তৃপক্ষ।
Comments
Post a Comment