বাংলাদেশ থেকে স্বল্প ব্যয়ে কর্মী নেবে কাতার।
আগামী ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ
উপলক্ষে বিভিন্ন অবকাঠামো নির্মাণ
করবে কাতার। এই খাতে প্রায় ৫০ হাজার
কর্মী নিয়োগের দরকার হবে। বাংলাদেশের
কর্মীরা এ সুযোগ নিতে পারেন।
বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ
আবদুল আজিজ আল মানা বৃহস্পতিবার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের
সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন
বিষয়ে, বিশেষ
করে কাতারে বাংলাদেশি কর্মী নিয়োগের
বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রী বলেন, তাদের ২২ লাখ রেজিস্ট্রেশনকৃত
কর্মীর ডাটা ব্যাংক রয়েছে। সে ডাটা ব্যাংক
থেকে তারা যেকোনো-সংখ্যক কর্মী সরবরাহ
করতে সক্ষম। এ
পদ্ধতিতে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।
রাষ্ট্রদূত বলেন, কাতারে নির্মাণসহ বিভিন্ন
খাতে বিপুল কর্মীর চাহিদা রয়েছে। অন্যান্য
খাতে কর্মী নিয়োগের
বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার
আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো.
ইফতেখার হায়দার, বিএমইটির মহাপরিচালক বেগম
শাসছুননাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment