আন্তর্জাতিক
ডেস্ক :
অষ্ট্রেলিয়ায়
৯
বছরের
মেয়েকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়া সরকার দাবি করছে, বিয়ের জন্য
তাকে সিডনি থেকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হয়েছে।
অভিবাসি নারী স্বাস্থ্য সেবার
নির্বাহী পরিচালক ইমান শারেবিন জানান,
বাল্য বিবাহের ধারণা থেকে এ
ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনার পরপরই তাদের পক্ষ থেকে মেয়েটির
বাড়িতে গিয়ে তার পরিবারের
সাথে কথা হয়েছে এবং কিছু
শর্তে সে ফিরে আসবে বলে তারা ইঙ্গিত
দিয়েছে।
দি সিডনি মর্নিং হেরাল্ডকে দেয়া এক
সাক্ষাৎকারে শারেবিন বলেন, মেয়েটির
নিরাপত্তা ও কল্যাণের
ব্যাপারে তিনি শঙ্কিত।
তিনি বলেন, তাদের কাছে এমন অনেক নজির
রয়েছে, যে আমাদের
চোখকে ফাঁকি দিয়ে দেশের
বাইরে চলে যা”েছ
এবং বিয়ে করে এমনকি অনেক
ক্ষেত্রে গর্ভবতী হয়ে দেশে ফিরছে।
বিচারমন্ত্রী মিশেল কিনান বলেন,
জোরপূর্বক বিয়ে একটি প্রতারণাপূর্ণ ও
অপরাধ।
তিনি বলেন, অষ্ট্রেলিয় সরকার দেশটির ৯
বছরের একটি মেয়ের দেশত্যাগের
রিপোর্টটি আরো খতিয়ে দেখছে।
তিনি বলেন, যারা এ ধরনের অপরাধের
সাথে জড়িত হবে তাদের জেনে রাখা উচিত
যে এই অপরাধের বিরুদ্ধে কি ধরনের
ব্যব¯’া নেয়া হতে পারে ।
অষ্ট্রেলিয়ায় জোর পূর্বক বিয়ে, মানব পাচার
ও দাস প্রথার বিরুদ্ধে নতুন কর্মপরিকল্পনার
উদ্বোধন উপলক্ষ্যে ৯ বছরের মেয়েটির
অন্তর্ধান সম্পর্কে প্রতিবেদনটি প্রকাশ
করা হয় ।
Comments
Post a Comment