অমিতাভ এখন বাথরুম সিঙ্গার

গ্রীষ্মকালে গান ধরেছেন ভীষ্মলোচন শর্মা। আর
শীতকালে গান ধরেছেন অমিতাভ। বিষয়টা একটু বেশিই হেঁয়ালি হয়ে গেল কী। তাহলে খোলসা করেই বলা যাক।
অমিতাভ বচ্চন গান গাইছেন, তাও বাথরুমে ঢুকে, কমোটে বসে।অভিনেতা সম্পর্কে এগুলি নেহাতই আমাদের বানিয়ে বলা কোনও গুজব নয়। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিগ বির একটি ছবিই রয়েছে এর নেপথ্যে। কী সেই ছবি। আসলে ওটি আর বালকির ছবি ‘শমিতাভ’এর পোস্টার।
যেখানে অমিতাভ ব্লেজার পরিহিত, গালে দাড়ি। টেলিফোন শাওয়ারটিকে মাইক্রোফোনের মতো ধরেছেন শাহেনশা।‘পিডলি সি বাতেঁ’ গানটির শুটের এই দৃশ্য সম্বলিত পোস্টারটি অমিতাভ
নিজে তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
পোস্টটি টুইটারে আসার সঙ্গে সঙ্গেই প্রায় ১৭৩টি লাইক পেয়ে যায়।
আর বালকির এই ছবিটি শুরু থেকেই দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া জাগাচ্ছে। কয়েকদিন আগেই ‘শমিতাভ’ ছবির পোস্টার ও ফার্স্ট লুক
মুক্তি পেয়েছিল। সেগুলি যথেষ্ট জনপ্রিয়ও হয়। এবারও তার ব্যতিক্রম
হয়নি। শমিতাভ মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি।

Comments