থানার একটি কক্ষে শতাধিক মানুষের কঙ্কাল
ও হাড়গোড়ের সন্ধান পাওয়া গেছে।এ ঘটনা ভারতের উত্তর প্রদেশে।বৃহস্পতিবার উন্নাওয়ের
মহিলা পুলিশ স্টেশনের বিপরীতে অবস্থিত অব্যবহৃত একটি কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়।এ কঙ্কাল আবিষ্কার করেন কয়েকজন
চিত্রশিল্পী। তারা পুলিশ লাইনের
সংরক্ষিত এলাকার মধ্যে ছবি আঁকছিলেন।
কৌতূহলী হয়ে অব্যবহৃত ওই কক্ষে উঁকি দিলে এ
দেহাবশেষগুলো তাদের নজরে আসে।
থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে,
তারা এ দেহাবশেষগুলো সম্পর্কে কিছু
জানে না। তবে ২ ০০৮ সাল পর্যন্ত
কক্ষটি থানার লাশঘর হিসেবে ব্যবহৃত হতো।
উন্নাওয়ের প্রধান পুলিশ
কর্মকর্তা পালসিং থানার নথিপত্র
থেকে তথ্য জেনে বলেছেন, থানায় নিয়মিত
ভাবে শ’খানেক মৃতদেহ তদন্তের জন্য
রাখা হতো।
তিনি আরো জানান, তারা বিষয়টি তদন্ত
করে দেখবেন কেন মৃতদেহগুলো সৎকার
করা হয়নি। এ দেহাবশেষগুলোর ডিএনএ
পরীক্ষা করে পরিচয় নিশ্চিত
করা হবে এবং কেন এগুলো সৎকার
করা হয়নি তার কারণ জানতে যথাযথ তদন্ত
করবেন।
Comments
Post a Comment