জোহানেসবার্গ ওয়ানডে-তে মাত্র ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি করে ডিভিলিয়ার্স এখন সবার আগ্রহের কেন্দ্রে। এক নজরে দেখে নেওয়া যাক ডিভিলিয়ার্স ও দক্ষিণ আফ্রিকা আজ কী কী রেকর্ড ভাঙল, গড়ল-
১. দ্রুততম সেঞ্চুরির রেকর্ড: মাত্র ৩১ বলে সেঞ্চুরি। ভাঙলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের বিশ্ব রেকর্ড (৩৭ বলে সেঞ্চুরি)।
২. দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড: মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি। ভাঙলেন ১৭ বলে পাকিস্তানের বিরুদ্ধে করা সনাৎ জয়সুরিয়ার বিশ্বরেকর্ড।
৩. ১৬টা ওভার বাউন্ডারি: ২৬৪ রান করতে ভারতের রোহিত শর্মা যতগুলো ওভার বাউন্ডারি মেরে ছিলেন, ডিভিলিয়ার্স মারলেন ১৪৯ রান করতে মারলেন ঠিক ততগুলো অর্থাৎ ১৬টা ওভার বাউন্ডারি। এই ব্যাপারে রোহিতের বিশ্বরেকর্ড ভাঙলেন ডিভিলিয়ার্স।
৪. কম সময়: ক্রিজে মাত্র ৪০ মিনিট কাটিয়েই সেঞ্চুরি, মাত্র ১৯ মিনিটে হাফ সেঞ্চুরি। এই রেকর্ড কারও নেই।
৫. স্ট্রাইক রেট: ৩৩৯: ১৪৯ রানের ইনিংস খেলতে নিলেন মাত্র ৪৪ বল। স্টাইক রেট ৩৩৯।
৬. এই প্রথমবার কোনো ওয়ানডে ম্যাচে তিনটা শতরান হলো- ডিভিলিয়ার্সের পাশাপাশি শতরান করলেন হাসিম আমলা (১৫৩), রিলি রোসিউ (১২৮)।
৭. ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর গড়ল দক্ষিণ আফ্রিকা (৪৩৯)। অল্পের জন্য রক্ষা পেল নেদারল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার করা ৪৪৩ রানের স্কোর।
Comments
Post a Comment