ভারতের উত্তরপ্রদেশে ফের চলন্ত গাড়িতে ধর্ষণ

ভারতে আবারও চলন্ত গাড়ীতে ধর্ষণের
ঘটনা ঘটেছে। এর আগেও সেখানে চলন্ত
গাড়িতে করে মেডিকেল
ছাত্রী নির্ভয়াকে ধর্ষণের পর
বিশ্বজুড়ে ‘ছি ছি রব’ উঠেছিল। সেই ঘটনার
রেশ কাটতে না কাটতেই ফের সেই ঘৃন্য-
বিকৃত মানসিকতার দৃষ্টান্ত
দেখালো ভারতের উত্তরপ্রদেশের
দরিয়াপুরের চার বখাটে।
তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে,
চাকরি দেওয়ার নাম করে এক
তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণ করেছে তারা।
এমন খবরে নিশ্চিত করে প্রতিবেদন
করেছে দেশটির সংবাদ মাধ্যম
এনডিটিভি ছাড়াও কয়েকটি স্থানীয়
পত্রিকা।
নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী,
অভিযুক্তদের মধ্যে দংসী নামে এক জনের
সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল। সে ওই তরুণীর
বাড়িতেও যাতায়াত করত। বহু দিন থেকেই
দংসী বলে, সরকারি-
বেসরকারি মহলে অনেকের
সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে।
ফলে চাকরি দেওয়া তার পক্ষে বড় ব্যাপার
নয়। ওই তরুণীও পড়াশোনা শেষে চাকরির
চেষ্টা করছিলেন। বেশ কিছু দিন
যাতায়াতের ফলে দংসীর উপর
খানিকটা ভরসাও জন্মায় তাঁর।
ঘটনার দিন দংসী ওই তরুণীকে দরিয়াপুরের
কাছে হাইওয়ের উপর একটি জায়গায়
দাঁড়াতে বলে। নির্দিষ্ট সময়ে তরুণী ওই
জায়গায় গিয়ে দাঁড়ান। দংসী তাঁর ৪
সঙ্গীকে নিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যায়
তাঁকে। চলন্ত গাড়ির মধ্যেই ৩ জন মিলে ধর্ষণ
করে তাঁকে। ঘণ্টাখানেক বাদে ফের সেই
জায়গায় তরুণীকে ফেলে দিয়ে পালায় তাঁরা।
সেখান থেকে কোনও মতে স্থানীয় থানায়
গিয়ে ঘটনা পুলিকে জানান তিনি। তরুণীর
অভিযোগ অনুযায়ী ঘণধর্ষণের মামলা রুজু
করা হয়। মেডিক্যাল পরীক্ষার জন্য
পরে তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়

Comments