ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ ফুটবল উপহার
দিয়েছেন কলম্বিয়ান স্টার জেমস রদরিগেজ ৷
টুর্নামেন্টে গোল্ডেন বুট
পাওয়া রদরিগেজকে নিজেদের
ক্লাবে নেওয়ার জন্য জাল পেতেছিল পৃথিবীর
প্রথমসারির ফুটবল ক্লাবগুলি ৷ কিন্তু শেষ
পর্যন্ত মোনাকো থেকে রিয়াল মাদ্রিদেই
চলে আসেন জেমস ৷ স্প্যানিশ জায়ান্টদের
হয়ে ৩১ ম্যাচে ১০ গোল রয়েছে তাঁর ৷
রিয়ালের
জার্সিতে ধীরেধীরে জ্বলে উঠছেন
রদরিগেজ ৷ তাঁর এই উথ্থানের জন্য
তিনি রোনালদোকেই ধন্যবাদ জানাচ্ছেন ৷
রদরিগেজ বলছেন, ‘রোনালদোকে সবসময়
আমার পাশে পাই ৷ রিয়ালে রোনালদোই
আমার সেরা সতীর্থ ৷ শুধু মাঠেই নয় মাঠের
বাইরেও রোনালদো অসাধারণ ৷ ও
প্রকৃতপক্ষে মাটির মানুষ ৷ বিশ্বের
সেরা টিমে খেলি আমি ৷ আরও অনেক দিন
এখানেই থাকতে চাই ৷ এ বছর শুধু চ্যাম্পিয়ন্স
লিগ জেতাই আমার লক্ষ্য নয় ৷
দলকে আগামী দিনে আরও অনেক
ট্রফি দিতে চাই ৷
Comments
Post a Comment