চালককে দিকভ্রান্ত করা বিলবোর্ড

আন্তর্জাতিক ডেস্ক :
দ্রুত গতিতে চলছে গাড়ি। চালকের চোখ সামনের
দিকে। প্রতি মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে তাকে। মনোযোগ একটু এদিক-ওদিক হয়ে গেলেই
ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবু
চাইলেই কী মানুষ তা পারে? তার মনোযোগ
আকৃষ্ট করতে রাস্তায় রয়েছে নানা প্রলোভন।
এরকম একটি প্রলোভনের নাম বিলবোর্ড।
মানুষের মনোযোগ আকৃষ্ট করতে নানা রকমের
কৌশল বহুজাতিক কোম্পানিগুলোর। এরকমই
একটি বিলবোর্ডে হঠাৎ চোখ আটকে গেল
চালকের। সেখানে পণ্যের বিজ্ঞাপনে এক
নারীর ছবি। নারীর ছবিটি এমন অবস্থায়
রয়েছে যে, তার দিকে পুরুষের চোখ
চলে যেতে বাধ্য।
বিলবোর্ডের এসব ছবি সড়ক দুর্ঘটনার জন্য
বিশেষ ভাবে দায়ী বলে প্রকাশ
পেয়েছে ফিলিপাইনের সাম্প্রতিক এক
গবেষণায়। বিশেষজ্ঞরা জানান,
বিলবোর্ডে আকর্ষণীয় ছবি ও ইঙ্গিতপূর্ণ
লেখার কারণে গাড়িচালকরা দিকভ্রান্ত
হয়ে পড়েন। যার কারণে দুর্ঘটনার আশঙ্কাও
বেড়ে যায়।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার
মেট্রোরেল উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি নগরের
সড়কগুলোতে বাণিজ্যিক বিজ্ঞাপনের
প্রতি গাড়ি চালকসহ সাধারণ মানুষের আকৃষ্ট
হবার কারণ নিয়ে গবেষণা করেছে। গবেষণার
জন্য পরিচালিত এক জরিপে তারা দেখেছেন,
এসব বিজ্ঞাপন চালকদের মনোযোগ বিচ্ছিন্ন
করে এবং গাড়ির গতি কমিয়ে দেয়।
আর নানা ধরনের দুর্ঘটনার কারণও
গাড়িচালকদের এমন মনোযোগ-বিচ্ছিন্নতা।
মেট্রো ম্যানিলা ডেভেলপমেন্ট
অথরিটি জানিয়েছে, যেসব বিলবোর্ড
শরীরকে ভোগ্য হিসেবে উপস্থাপন
করে এবং ইঙ্গিতপূর্ণ
কথাবার্তা লেখা বিজ্ঞাপনের
বিলবোর্ডগুলো জননিরাপত্তার জন্য
হুমকি বয়ে আনতে পারে।
তারা আরো জানান, এ জাতীয় বিলবোর্ড
সড়কগুলোতে যানবাহনের গতি কমিয়ে দিতে ও
দুর্ঘটনার হার বাড়িয়ে দিতে পারে। দেশটির
সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের সাবেক পরিচালক
মেলভিন নাভারো এ গবেষণার সঙ্গে সহমত
পোষণ করেন।
নাভারো গণমাধ্যমকে জানান, লোকজন
বিলবোর্ডের দিকে আকৃষ্ট থাকে বলে এসব
বিজ্ঞাপনের কারণে যানবাহনের
গতি কমে যায়। এমনকি দুর্ঘটনা না ঘটলেও
বিপুলসংখ্যক যানবাহনের ভিড়ে এক মুহূর্তের
মনোযোগ-বিচ্ছিন্নতাও মহাসড়কে যান
চলাচলের গতি শ্লথ করে দিতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার একটি বিলবোর্ডের
বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হয়ে একই
দিনে সড়কটিতে ৫১৭টি দুর্ঘটনা ঘটেছে।
গবেষণা প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে,
কিছুদিন আগে কানাডার
আলবার্টা বিশ্ববিদ্যালয়ের এমন এক
গবেষণায়ও বলা হয়েছে, এ জাতীয় বাণিজ্যিক
বিলবোর্ডগুলো গাড়িচালকদের
আচরণকে প্রভাবিত করে।
এছাড়া কিছুদিন আগে ইতালির
মিলানে একটা মহাসড়কের পাশ
থেকে বিশালাকার একটা বিলবোর্ড
সরিয়ে ফেলার কথাও উল্লেখ করা হয়
প্রতিবেদনে। আর্জেন্টিনায়
জন্মগ্রহণকারী মডেল বেলেন রড্রিগেজের
ছবিঅলা বিজ্ঞাপনটি চালকদের মনোযোগ
বিচ্ছিন্ন করছিল বলে দেখতে পাওয়ার পর
পুলিশ বিলবোর্ডটি সরিয়ে ফেলে।

Comments