বিনোদন ডেস্ক : বন্ধু সব সময় বন্ধু থাকে না। অনেক সময় শত্রু হয়েও দাঁড়ায়। তবে পপস্টার সেলেনা গোমেজ বন্ধুকে কতটা ভালোবাসেন তার একটি কাজ দিয়েই তা মূল্যায়ন করতে পারবেন অনেকে।
বন্ধুকে লোক লজ্জার হাত থেকে রক্ষা করতে তার পাশেই দাঁড়িয়েছিলেন পপস্টার সেলেনা গোমেজ। গত ১১ ই জানুয়ারী গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষে হঠাতই পোশাকের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গোমেজের বন্ধু, সুপার মডেল কারা ডেলেভিঞ্জ। তখনই এ ঘটনার জন্ম।
গোমেজ কি করলেন! সেই মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করলেন তিনি। ছবিটি নিয়ে পরেই সমালোচনা করেন অনেকেই।
ছবিতে তাকে দেখা গিয়েছে, বন্ধুর পোশাক বিভ্রাট রুখতে তাকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন গোমেজ। সেইসঙ্গে নিজের হাতে ঢেকে দিচ্ছেন বন্ধুর প্রায় উন্মুক্ত বক্ষবিভাজিকা।
কিন্তু একইসঙ্গে বন্ধুর সম্মান রক্ষা ও সেই ছবি ইন্সাটাগ্রামে দেওয়ার মত দুটো বিপরীতধর্মী কাজ তিনি কেন করলেন, তা বোঝা গেলনা।
Comments
Post a Comment