মিস ইউনিভার্স হলেনপলিনা

স্বাধীন:- বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছেন কলম্বিয়ার
সেরা সুন্দরী পলিনা ভেগা।
বার্তা সংস্থা এএফপির
প্রতিবেদনে জানানো হয়, ৮৭টিও
বেশি দেশের সুন্দরীকে হারিয়ে এ
খেতাব জিতেছেন ২২ বছর বয়সী মডেল ও
বাণিজ্য বিভাগের ছাত্রী পলিনা।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডায় ২০১৪ সালের বিশ্ব
সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড
ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে পলিনার
মাথায় পরিয়ে দেওয়া হয় বিশ্ব সুন্দরীর
মুকুট।

Comments