চুরির শিকার হয়েছেন স্কলারি

সময় মোটেও ভালো যাচ্ছে না লুই ফিলিপ
স্কলারির।
বিশ্বকাপে ব্রাজিলকে জেতাতে পারেননি ব
সেমিফাইনালে জার্মানির সঙ্গে ৭-১
গোলের লজ্জাজনক পরাজয়ে চাকরিই
খোয়াতে হয়েছে তাকে। এখন দায়িত্ব পালন
করছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর। এরই
মধ্যে চুরির শিকার হয়েছেন ব্রাজিলের
হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ।
চোরের কবলে পড়ে ক্রেডিটকার্ডও
টাকা খুইয়েছেন তিনি। জি-১
নামে ব্রাজিলের এক ওয়েব পোর্টালে এ
সংবাদ প্রকাশিত হয়।
বৃহস্পতিবার
গাড়ি রেখে কেনাকাটা করতে গিয়েছিলেন
স্কলারি।এর মধ্যে চোর এসে গাড়ির কাচ
ভেঙে ভিতরে থাকা ক্রেডিটকার্ড ও চেকবই
নিয়ে যায়। ৬৬বছর বয়সী কোচ এরপর
কী ব্যবস্থা নিয়েছেন তা এখনও
জানা যায়নি।

Comments