খালেদার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
করেছে ডেসকো। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস
উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তাঁর দাবি, গুলশান থানার উপ-
পরিদর্শক (এসআই) সোহেল রানা ও
ডেসকোর লাইনম্যান মোকসেদ
আলী এসে খালেদা জিয়ার গুলশান
কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
করে দেন। দিদার জানান, বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন করার কারণ
জানতে চাইলে তারা জানান,
আমরা কিছু জানি না। থানার
নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
করতে এসেছি।
যোগাযোগ করা হলে গুলশান থানার
কর্তব্যরত কর্মকর্তা বলেন,
তিনি বিষয়টি জানেন না। আর উপ-
পরিদর্শক সোহেল রানার
মুঠোফোনে বারবার কল করা হলেও
তিনি ফোন ধরেননি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান
কার্যালয় সূত্র জানিয়েছে,
সাময়িকভাবে জেনারেটর চালু
করে কার্যালয়টির কার্যক্রম সচল
রাখা হয়েছে।
কার্যালয়ে থাকা বেশিরভাগ নেতা-
কর্মী বিভিন্ন মামলার
আসামি হওয়ায় বের হতে পারছেন
না বলে জানা গেছে।

Comments