মিসবাউল হক ও শহীদ আফ্রিদির পর এবার
ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়
নিতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ
ব্যাটসম্যান ইউনিস খান। বিশ্বকাপের পরই
তিনি রঙ্গিন পোশাক তুলে রাখবেন। তার
কাছের একজনের বরাত দিয়ে এমন তথ্য
জানিয়েছে পিটিআই।
বিশ্বকাপের পর এরই মধ্যে পাকিস্তানের দুই
অভিজ্ঞ খেলোয়াড় মিসবাহ ও
আফ্রিদি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়
নেয়ার ঘোষণা দেন। এবার সেখানে যোগ
হলেন আরও এক অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস
খান। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবার
কথা জানান ইউনিসের ঘনিষ্ঠজন।
পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ৯৬ টেস্ট
খেলে প্রায় ৫৪ গড়ে রান তোলা ইউনিস অবশ্য
২৫৯ ওয়ানডে ম্যাচ খেলে ৩১ দশমিক ৭৫
গড়ে রান করেছেন।
ওয়ানডেতে ফর্ম খরায় থাকা ইউনিস সবশেষ
নিউজিল্যান্ডের বিপক্ষে ছ'বছর পর
ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান।
Comments
Post a Comment