এসএমপি পুলিশ কতৃর্ক সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ গোল্ড কাপ-২০১৫ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। আর্ন্তজাতিক এই ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে আগত খেলোয়ার বৃন্দ ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এসএমপি পুলিশ কতৃর্ক গ্লোবাল ট্রেড কর্পোরেশন থেকে সরবরাহকৃত ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এটি স্টেডিয়াম এলাকায় চুরি, ছিনতাই, নাশকতামূলক কোন কর্মকান্ড রোধকল্পে ২৪ ঘন্টা চালু থাকবে। এতে আগত দর্শনার্থীরা স্টেডিয়ামে স্বাচ্ছন্দে ফুটবল খেলা উপভোগ করতে পারবে।
সিলেট ফুটবল এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মহিউদ্দিন আহম্মদ সেলিম বলেন, ফুটবল আমাদের প্রাণের খেলা। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে স্টেডিয়াম এলাকায় যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে এবং দেশের বিভিন্ন স্থান হতে আগত খেলোয়ার সহ দর্শনাথীবৃন্দ নিরাপত্তার সাথে খেলা উপভোগ করতে পারবে।
সিসিটিভি সরবরাহ কারী প্রতিষ্ঠান গ্লোবাল টেড্র কর্পোরেশন সিও, মছনুল করিম বলেন, উন্নত প্রযুক্তির এই ক্যামেরা দ্বারা প্রায় অর্ধকিলোমিটারের চার পাশে দিনে এবং রাতে অন্ধকারে যাতায়াতকারী ব্যক্তির চেহারা, যানবাহনের রেজিষ্ট্রেশন নাম্বার সনাক্ত করা এবং যে কোন অপ্রীতিকর ঘটনা ২৪ ঘন্টার ভিডিও ফোটেজ ধারণ করা যাবে।
সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী (সিটি স্পেশাল ব্রাঞ্চ) বলেন, আর্ন্তজাতিক এই বঙ্গবন্ধু বাংলাদেশ গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে আমাদের ২০টি এর অধিক উন্নত প্রযুক্তির পিটিজেড ক্যামেরা মাঠের ভিতরে ও বাহিরে লাগানো হয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে গোপনীয় ক্যামেরা লাগানো থাকবে। এতে প্রকার নাশকতা রোধ করা সম্ভম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ গোল্ড কাপ-২০১৫ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় আগত খেলোয়ার ও দর্শনার্থীবৃন্দ দের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ উন্নত প্রযুক্তির পিটিজেড ক্যামেরা স্টেডিয়াম এলাকায় স্থাপন করেছি। এতে চুরি, ছিনতাই, বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধকল্পে আমাদের সহয়োগীতা করবে। তাছাড়া আমাদের আইন শৃংঙ্খলা বাহিনী সকল ধরণের নাশকতা এড়াতে সতর্ক রয়েছে। পাশাপাশি ফুটবল মাঠ সহ সারা শহরে গোয়েন্দা পুলিশ কাজ করছে।
Comments
Post a Comment