ছাত্রকে যৌন নির্যাতনের দায়ে শিক্ষিকা আটক

ভারতের পাঞ্জাবে এক শিক্ষিকা ও তার দুই
ভাইকে সংখ্যালঘু এক বালকের ওপর যৌন
নির্যাতন ও তার ভিডিও ধারণের
অভিযোগে আটক করেছে পুলিশ। অভিযুক্ত
শিক্ষিকার সঙ্গে ওই বালকের যৌনতার
ভিডিওচিত্রও জব্দ করেছে পুলিশ। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
অভিযুক্ত ৩৩ বছর বয়সী নারী রাধা, তার দুই
ভাই রাঘব (২৮) ও মাধব (২৪) রবিবার গ্রেপ্তার
হন। বেশ কিছুদিন ধরেই তারা গ্রেপ্তার
এড়িয়ে চলছিলেন। লুধিয়ানা বাস টার্মিনাল
থেকে পুলিশ এ তিনজনকে দিল্লি পালানোর
সময় গ্রেপ্তার করে।
অভিযোগে প্রকাশ, গত বছরের অক্টোবর মাস
পর্যন্ত প্রায় এক বছর অভিযুক্তরা ১৪ বছর
বয়সী সংখ্যালঘু সে বালকের ওপর যৌন নির্যাতন
করে। এরপর ১৯ অক্টোবর তাদের নামে অভিযোগ
করা হয়।অভিযোগকারী বালকের পিতা জানান,
তিনি রাধাদের বাড়িতে ভাড়া থাকেন।
রাধা বালকটির শিক্ষিকাও বটে। একদিন
বালকটি মারাত্মক পেটব্যথায় আক্রান্ত হয়।
সে সময় এ ব্যথার কারণ জানতে গিয়েই এ
শিক্ষিকার অপকর্মের
বিষয়টি তিনি জানতে পারেন।
এরপর একটি পেন ড্রাইভে পাওয়া যায় ১৪ বছরের
বালকটির সঙ্গে সে ৩৩ বছর বয়সী সে নারীর
যৌনকর্মের দৃশ্য। অভিযুক্ত বালক জানায়, দীর্ঘ
এক বছর তার ওপর নির্যাতন চালায় সে নারী।
এছাড়া সে এ কাজে রাজি না হলে তাকে ছুরির
ভয়ও দেখানো হতো বলে জানায়।পুলিশ
আসামীদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ
কিছু সন্দেহজনক বস্তুও উদ্ধার করেছে। তার
মধ্যে রয়েছে বালকটিকে হুমকি দিয়ে লেখা চিঠ
এ ছাড়াও পাওয়া গেছে ল্যাপটপে সংরক্ষণ
করা ভিডিও ফুটেজ। সে বাড়িটি থেকে আরও
উদ্ধার করা হয়েছে যৌন উত্তেজক ওষুধ, সেক্স
টয় ও ছুরি, জানিয়েছে পুলিশ।

Comments