এক্সক্লুসিভ ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশের এক
মহিলা সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার
রেকর্ড গড়েছেন। তিনি ৭০ বছর বয়সে যমজ
সন্তানের মা হয়েছেন। এ দুই সন্তানের
চেয়ে বয়সে বড় তার দুই মেয়ে ও পাঁচ নাতি-
নাতনি আছে।
মঙ্গলবার এমিরেটস নিউজে বিশ্ব-
রেকর্ডধারী এ মাকে নিয়ে একটি ফিচার
প্রকাশ করা হয়। ২০০৮ সালে ভারতের উত্তর
প্রদেশে যমজ সন্তানের জন্ম
দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। তার
জন্ম দেয়া যমজের মধ্যে ছিল এক মেয়ে ও এক
ছেলে। যদিও মেয়েটি চার বছর বয়সে ২০১২
সালে মারা গেছে।
তার ছেলের বয়স এখন ছয় বছর। ৭৬ বছর বয়সে ওই
মহিলা আর তার স্বামী এখন ব্যস্ত সময় কাটান
সন্তানের দেখাশোনা করে।
ওই মা জানান, ৭০ বছর বয়সে মা হওয়ায়
সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।
তবে সমালোচনার পরও কিছু
মহিলা তাকে সেসময় সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছিলেন।
তার ইচ্ছা মরার আগেই যেন তিনি তার এ
সন্তানের বিয়ে হতে দেখতে পারেন।
Comments
Post a Comment