পৃথিবীকে খুব কাছ ঘেঁষে সোমবার বিশাল এক উল্কাপিণ্ড অতিক্রম করে গেছে। ২০০৪ সালে প্রথম এই উল্কাপিণ্ডটি দেখা যাওয়ায় এর নাম রাখা হয়েছে '২০০৪ বিএল ৮৬'। তবে ১ হাজার ১শ' মিটার লম্বা এবং আঠারশ' মিটার ব্যাসার্ধের উল্কাপিণ্ডটির নিজস্ব একটি উপগ্রহ আছে দেখে বেশ আশ্চর্যই হন নভোচারীরা।
উল্কাপিণ্ডের উপগ্রহটির ব্যাসার্ধ ৫০ থেকে একশ' মিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। '২০০৪ বিএল ৮৬' উল্কাপিণ্ডটি পাঁচটি ফুটবল মাঠের সমান ছিল বলে জানিয়েছে নভোচারীরা। এমন বিশাল উল্কাপিণ্ডের পৃথিবীর এত কাছাকাছি আসা এটি একটি বিরল ঘটনা। আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা থেকে বেশ কিছু ছোট টেলিস্কোপ ও শক্তিশালী বাইনোকুলারের মাধ্যমে '২০০৪ বিএল ৮৬'কে পর্যবেক্ষণ করা হয়।
এই উল্কাপিণ্ডটির সাথে ছয় বছর আগে পৃথিবীর ওপর দিয়ে চলে যাওয়া '২০০৮ ইভি ৫' এর মিল রলেছে বলে জানা গেছে। ১২ বছর পর ২০২৭ সালে আবার '২০০৪ বিএল ৮৬' দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
Comments
Post a Comment