ঢাকায় পৌঁছেছেন নয়া মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। আজ বেলা সাড়ে ৩টার দিকে তিনি ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
আগামী দু’তিন কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র হস্তান্তর করে আনুষ্ঠানিক কর্তব্য পালন করবেন তিনি। সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার তিন বছর সময়কালের পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বার্নিকাটের ঢাকায় আসা নিয়ে আলোচনা চলছে। তার ভূমিকা কী হবে তা দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন পর্যবেক্ষকরা। যদিও এরই মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনকে ত্রুটিপূর্ণ এবং সংলাপের প্রয়োজন বলে বক্তব্য দিয়ে দেশের রাজনীতিতে আলোচনাতে আছেন বার্নিকাট।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় পঞ্চদশ মার্কিন রাষ্ট্রদূত আফ্রিকান বংশোদ্ভূত বার্নিকাটের ২৭ বছরের পেশাদার কূটনৈতিক ক্যারিয়ার। একসময় মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করা বার্নিকাট ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।
এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া ডেস্কে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন। তার আগে বারবাডোজ ও মালাবিতে উপরাষ্ট্রদূতের পদেও ছিলেন তিনি।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি কাজ করেন যুক্তরাষ্ট্রের নয়াদিল্লি মিশনে। সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশে তার নিয়োগ চূড়ান্ত হয়।
এর আগেই সিনেট কমিটির শুনানিতে বার্নিকাট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হয়ে তিনি গত তিন দশকে বিশ্বের পাঁচটি অঞ্চলের আটটি দেশে দায়িত্ব পালন করেন। আমার দুই ছেলে সুমিত নিকোলাস ও সুনিল ক্রিস্টোফার ভারতীয় উপমহাদেশে জন্মগ্রহণ করেছে। তাদের বাবা অলিভিয়ের বার্নিকাটের মতোই পুরো বিশ্বকে নিজেদের ক্লাসরুম বলে মনে করে।
নতুন দায়িত্বে এলেও দেশের নির্বাচন, সংলাপ, মানবাধিকার, যুদ্ধাপরাধের বিচার, গ্রামীণ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বার্নিকাটের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় সিনেট শুনানিতে দেয়া বক্তব্যে।
সেখানে বার্নিকাট বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ রাষ্ট্র বাংলাদেশে দায়িত্ব পালনের মনোনয়নে আমি সম্মানিত। দায়িত্ব পেলে বাংলাদেশে শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা, মানব পাচার রোধ, সমুদ্রসীমার নিরাপত্তা, শান্তিরক্ষা, মাদক ও অস্ত্র পাচার রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের হুমকি ও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি অনুসারে কাজ করব।
বাংলাদেশে জবাবদিহিতার প্রসার এবং মানবাধিকার ও গণতন্ত্র শক্তিশালী করার প্রচেষ্টাকে সহযোগিতা করতে কঠোর পরিশ্রম করব বলে জানান তিনি। নতুন রাষ্ট্রদূত সিনেট শুনানিতে বলেন, ৫ জানুয়ারির সংসদীয় নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করা দরকার; যা আরো প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের দিকে এগিয়ে যাবে।
সিনেট শুনানিতে তিনি বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ, রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বিষয়েও যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের সরকার, সুশীল সমাজ ও সব শ্রেণীর বাংলাদেশির সঙ্গে কাজ করব যাতে সবচেয়ে বিস্তৃত ও ন্যায়সঙ্গত অংশগ্রহণকে উৎসাহিত করে এমন একটি পরিবেশ নিশ্চিত করা যায়।
শুনানিতে বার্নিকাট বলেন, আমি আন্তরিকভাবে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, সুশীল সমাজের প্রসারের সুযোগ, সহিংসতা দ্বারা কলঙ্কিত নয় এমন অবাধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক মতপার্থক্যের আলোচনা এবং একটি স্বাধীন বিচারব্যবস্থা দ্বারা আইনের শাসনের প্রতি অনুগত হওয়াসহ শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে প্রচার করব।
ঢাকার কূটনৈতিক বিশ্লেষকরা বলেন, টানাপড়েনে থাকা ঢাকা-ওয়াশিংটন রাজনৈতিক সম্পর্ককে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য শাখার মতো ইতিবাচক দিকে নিয়ে যাওয়াটাই বার্নিকাটের সামনে চ্যালেঞ্জ।
Comments
Post a Comment