অবশেষে দীর্ঘ পাঁচ বছরের
সম্পর্কে ইতি টানলেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ শেষ পর্যন্ত
ইরিনা শায়েকের হাত ছাড়লেন আধুনিক ফুটবলের
ঈশ্বর৷ সোমবার জুরিখে ব্যালন ডি’অর
অনুষ্টানের রাত থেকেই রোনাল্ডো-ইরিনার
সম্পর্ক নিয়ে যাবতীয় গুঞ্জনের সূত্রপাত ৷ কারণ
ব্যালনের রাতে রোনাল্ডোর তাঁর মা ও
সন্তানকে নিয়ে আসলেও,
ইরিনাকে দেখা যায়নি সিআর সেভেনের
পাশে৷
ব্রেক-আপ ইস্যুতে আরও ইন্ধন জুগিয়েছে সুপার
হটে মডেল বান্ধবী ইরিনার সাম্প্রতিক
কার্যকলাপ৷ ইরিনা তাঁর ইনস্টাগ্রাম ও ট্যুইটার
থেকে রোনাল্ডোর বেশ কিছু
ছবি সরিয়ে দিয়েছেন৷পাশাপাশি ব্যালনে না-
আসার কারণ হিসেবে ইরিনার এজেন্টের বক্তব্য
ছিল যে, ইরিনা তাঁর কর্মব্যস্ততার জন্যই
ব্যলনে রোনাল্ডোকে সময় দিতে পারেননি৷
গতবারও ব্যলনে ইরিনার সঙ্গেই ছিলেন
রোনাল্ডো৷ এমনকী, জার্মানির
একটি টেলিভিশন শো’তেও রোনাল্ডো তাঁর
ছেলেকে নিয়েই গিয়েছিলেন৷ সেখানে শো’এর
সঞ্চালক রোনাল্ডোকে মজার ছলেই বলেন,
যে ব্যালন পেলেও বান্ধবীকে হারালেন
রোনাল্ডো৷
বছরের শেষেও ইরিনা ও তাঁর পরিবারের সঙ্গেই
সময় কাটিয়েছিলেন রোনাল্ডো৷ কিন্তু বছরের
শুরু থেকেই তাঁদের আর
একসঙ্গে দেখা যাচ্ছে না৷ সম্প্রতি পর্তুগালের
একটি সংবাদপত্রে লেখা হয়েছে ‘ সিআর
সেভেন তাঁর পরিবারকে জানিয়ে দিয়েছে যে,
তিনি আর ইরিনার সঙ্গে নেই৷ ইরিনার
সঙ্গে পাঁচ বছরের প্রেমের পাঠ
চুকিয়ে দিয়েছেন রোনাল্ডো৷
পাশাপাশি স্প্যানিশ একটি সংবাদপত্রের
শিরোনাম হয়েছে ‘ রাশিয়ান মডেলের
সঙ্গে রোনাল্ডোর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে৷’
Comments
Post a Comment