বিশ্বকাপে আইসিসির নতুন নিয়ম

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত
২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটকে আকর্ষণীয়
করার জন্য এই প্রথম বারের মতো ১৫ ওভার
পাওয়ার প্লে নিয়ম করা হয়েছিল।দীর্ঘ ২৩
বছর পর বিশ্বকাপ ক্রিকেটের ১১ তম আসর
আবারো বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার
শেনিয়াতে। এবারো নতুন কিছু নিয়ম ও
এনেছে আইসিসি বোর্ড। এবারের আসরের
নতুন নিয়ম এর পাশাপাশি নতুন
ভাবে সেজেছে অস্ট্রেলিয়া ।
পাওয়ার প্লে পরিবর্তীত ব্যাবহারঃ ২০১১
বিশ্বকাপে ছিল তিনটি পাওয়ার প্লে। প্রথম
দশ ওভার বাধ্যতামূলক পাওয়ার প্লে। এরপর
ব্যাটিং এবং ফিল্ডিং দল তাদের
সুবিধাজনক সময়ে আর পাঁচ ওভার
করে দুটি দুটি পাওয়ার প্লে নেওয়ার সুযোগ
পেত।
কিন্তু ২০১২ সালে আইসিসির
সে নিয়মে পরিবর্তন আনে। সে সময়
থেকে প্রথম দশ ওভার বাধ্যতামূলক পাওয়ার
প্লে থাকলেও ফিল্ডিং দলের পাওয়ার
প্লে নিয়ম বাদ দেওয়া হয়েছে।তার জায়গায়
৪০ ওভারের মধ্য ব্যাটিং দলকে পাঁচ ওভারের
পাওয়ার প্লে নিতে হবে। এবারের
বিশ্বকাপেরও সে নিয়ম অনুসারে খেলা হবে।
ডি আর এস পদ্ধতির সংস্করণঃ মাঠের
আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দুই
দলই ২০১১ বিশ্বকাপে রিভিউ এর সুযোগ
পেয়েছিল । এবং সে সুযোগ এইবারো থাকছে,
তবে তা আরো নির্ভূল করতে যুক্ত হচ্ছে হট
স্পট প্রযুক্তি এবং স্নিকো মিটার প্রযুক্তি।

Comments