বিমান ভেঙে পড়ার সময় আসনে ছিলেন না পাইলট

জাভা সাগরে ভেঙে পড়া এয়ার
এশিয়া বিমান সম্পর্কে নতুন তথ্য
মালয়েশিয়ার জানা গেল বৃহস্পতিবার ।
এয়ার এশিয়া কিউজেড ৮৫০১ বিমানটির
ব্ল্যাক বক্স
থেকে পাওয়া তথ্যে মনে করা হচ্ছে,
ভেঙে পড়ার সময় বিমানটির প্রধান চালক
তাঁর আসনে ছিলেন না । গত সপ্তাহেই
জাভা সাগর থেকে তোলা হয়েছে বিমানটির
অবশিষ্ট অংশ ।
একইসঙ্গে পাওয়া গিয়েছে ব্ল্যাক বক্সও ।
সেখানকার তথ্য ডাউনলোডের পর
জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর ভেঙে পড়ার
সময় প্রধান চালক নিজের আসনে ছিলেন না ।
সহকারী বিমান চালকের হাতে বিমানের
দায়িত্ব দিয়ে তিনি বিমানযাত্রীদের
সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ।
নতুন এই তথ্য ছাড়াও গত
কদিনে জানা গিয়েছে, হঠাৎ করে গতিবেগ
বাড়িয়ে বিমানটি উপরের
দিকে উঠতে চেয়েছিল ।
যেটা যাত্রীবিমানের পক্ষে অস্বাভাবিক ।
গতি বাড়িয়ে প্রায় পাঁচ হাজার ফিট ওঠার
৩০ সেকেন্ডের মধ্যেই
জাভা সাগরে ভেঙে পড়ে বিমানটি । মোট
১৬২ জন যাত্রীর সব কটি দেহ এখনও উদ্ধার
করা যায়নি ।

Comments