খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত হলো না প্রধানমন্ত্রীর



বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলশান অফিসের গেট থেকেই ফিরে আসতে হয়েছে।
রাত আটটায় প্রধানমন্ত্রীর গাড়ীবহর খালেদা জিয়ার গুলশান অফিসের গেটে পৌঁছায়। প্রধানমন্ত্রী তাঁর গাড়ী থেকে নামেন এবং গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
এসময় তার সঙ্গে মন্ত্রিসভার দুই সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুও ছিলেন।বাড়ীর গেট এসসময় বন্ধ ছিল। এরপর সেখান থেকে তারা চলে আসেন।প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এই আচরণ ভদ্রজনোচিত হয়নি।
এর আগে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে তাদের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তারা একথা জানিয়েছিলেন।
কিন্তু এর আগেই গণভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়ীবহর গুলশান অফিসের দিকে রওনা দেয়।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা এবং অবরোধ-হরতালকে ঘিরে দেশজুড়ে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই আজ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর খবর আসে।
খালেদা জিয়ার এই ব্যক্তিগত ট্রাজেডিকে ঘিরে দুই নেত্রীর মধ্যে সরাসরি সাক্ষাত হলে সেটা বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা প্রশমনেও কাজ করতে পারে বলে আশাবাদ তৈরি হয়েছিল।
উল্লেখ্য, খালেদা জিয়া এ বছরের শুরু থেকে তার গুলশানের অফিসেই কার্যত বন্দী ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় সরকার প্রত্যাহার করে নিলেও তিনি এখনো সেখানেই অবস্থান করছেন। খালেদা জিয়ার গুলশান অফিস সূত্রে জানা গেছে, ছোট ছেলের মৃত্যুসংবাদ তাঁকে জানানো হয়েছে। এই খবরে তিনি ভেঙ্গে পড়েছেন।

Comments