ডাকাতির প্রস্তুতিকালে শার্শায় ১২ ডাকাত আটক



বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন সদস্যসহ তাদের ব্যবহাহৃত বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৩৪০) আটক করে পুলিশ।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ বায়েজিদ হোসেন জানান, দেশ ব্যাপী হরতাল অবরোধের সুযোগ নিয়ে বিভিন্ন জেলার ডাকাত চক্র মিলে সাতমাইল পশু হাটের দিন শনি ও মঙ্গলাবর অভিনব কায়দায় যাত্রী পরিবহনের মাধ্যমে গরু ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের গাড়ীতে তুলে গন্তব্য পৌছে দেওয়ার নামে তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।
শনিবার সন্ধ্যার পর একটি নাম বিহীন বড় পরিবহন বাস বাগআঁচড়া বাজারের দিকে চলে যায়। পরক্ষনেই ঐ বাসটি সাতমাইল এলাকায় ফিরে আসলে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ১২ জন ডাকাত সহ বাসটি আটক করে। আটক কৃত ডাকাতরা হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দি থানার শেখ ইদ্রিস আলীর ছেলে ফরহাদ (২৪), যশোর আশ্রম রোড এলাকার মোহাম্মাদ শেখের ছেলে রবি শেখ (২৪), ফরিদপুর জেলার নগরকান্দা থানার জাহাঙ্গীর মাতব্বারের ছেলে জসিম (৩০), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার রামলালের ছেলে সুভাষ (৪৪), ভোলা সদর থানার নুরুল ইসলামের ছেলে বিল্লাল (২৫), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার শুকুর মোল্লার ছেলে মাছুদ (২৮), বরিশাল জেলার মুলাদী থানার জয়নাল আলীর ছেলে জলিল (৩২), পটুয়াখালী জেলার দুমকি থানার রিয়াজ উদ্দীনের ছেলে বশির মোল্লা (৩২), ভোলা জেলার চরফ্যাশন থানার নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে আবুল হোসেন (৩০), যশোরের চৌগাছা থানার মালেক সরদারের ছেলে রবিউল ইসলাম (২৮), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জলিল মিয়ার ছেলে শামিম (২৬) ও মানিকগঞ্জ জেলার ঘিওর থানার আঃ জলিলের ছেলে আসলাম হোসেন (৩০)।
খবর পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শহিদার রহমান ঘটনা স্থলে আসলে শার্শার শ্যমলাগাছি গ্রামের মৃত আখের আলী মোড়লের ছেলে রাজ্জাক ব্যাপারী, সাতক্ষিরার তুজলপুর এলাকার আব্দুল মজিদের ছেলে তোফাজ্জেল ব্যাপরী সহ কয়েক জন গরু ব্যবসায়ী এই ডাকাত চক্রকে সনাক্ত করে। এরিপোর্ট লেখা পর্যন্ত যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্য্যালয়ে প্রেরণ করার প্রস্থুতি চলছিল।

Comments