যুক্তরাষ্ট্র নতুন অধ্যায়ে : বারাক ওবামা

বারাক ওবামা স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ
দিচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন,
ভয়াবহ মন্দা আর ব্যয়বহুল যুদ্ধের
ইতি ঘটিয়ে আমেরিকা এখন নতুন অধ্যায় শুরু
করেছে।
স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে মি:ওবামা বলেন,
সংকটের ছায়া সরে গিয়ে অর্থনীতি এখন
দৃঢ়তার সাথে পুনরুজ্জীবিত হয়েছে।
তিনি তার ভাষণে করব্যবস্থার
সমস্যাগুলো নিয়ে আরো কাছ থেকে পর্যবেক্ষণ
করার নির্দেশ দিয়েছেন, যাতে শতকরা একভাগ
করদাতার সঞ্চিত সম্পদের উপর কর ম্ওকুফ
করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, অর্থনৈতিক
ধারাবাহিকতা রক্ষায় এবং স্বাস্থ্য ও
অভিবাসন খাতে তার প্রশাসনের
অর্জনকে হুমকির মুখে ফেলে, এমন কোন বিল
পাশে তিনি ভেটো দেবেন।
সেই সাথে আমেরিকাকে আরো শক্তিশালী করার
জন্য বিরোধী রিপাবলিকানদের একেযোগে কাজ
করার আহবান জানান। কংগ্রেসের দুইটি কক্ষই
রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
পররাষ্ট্রনীতির ব্যাপারে মি:ওবামা ইসলামিক
স্টেটের বিরুদ্ধে সেনা অভিযান
চালানো এবং কিউবার উপর বাণিজ্য
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কাজ
শুরু করতে কংগ্রেসের সাথে একমত হন।

Comments