নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর লাশ মঙ্গলবার সকালে বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে সরাসরি নেয়া হতে পারে গুলশান কার্যালয়ে। এ তথ্য পারিবারিক সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশীয় এয়ারলাইন্সের একটি বিমানে করে তার লাশ পৌঁছানোর কথা রয়েছে।
সূত্র জানায়, রাজধানীর গুলশান ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ দিন ধরে অবস্থান করছেন। কোকোকে বনানীর সেনা কবরস্থানে দাফনের জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে সেখানে তাকে দাফন করা হবে। আর অনুমতি না মিললে অন্যকোনো কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে তাকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে কোকোর লাশ ঢাকায় পৌঁছার পর বেগম খালেদা জিয়া বিমানবন্দরে গিয়ে লাশ গ্রহণ করবেন কিনা বা তিনি কার্যালয় থেকে বের হবেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে কার্যালয় থেকেও কিছু বলতে পারছে না। তবে লাশ আসার পর প্রথমে গুলশান কার্যালয়ে নেয়া হতে পারে বলে তারা শুনেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গত শনিবার মালয়েশিয়ায় মারা যান।
Comments
Post a Comment