মেসিকে টপকে সেরা হলেন ক্রুস




আবার হারলেন লিওনেল মেসি ৷এবার হারলেন জার্মানির প্লেমেকার টনি ক্রুসের কাছে ৷ আইএফএফএইচএসের বিচারে বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার পেয়েছেন ক্রুস ৷ মেসিকে দু’পয়েন্টে হারিয়ে এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন জার্মানির প্লেমেকার ৷
ক্রুস ১১০ পয়েন্ট পেয়েছেন ৷পাশাপাশি লিও মেসি পেয়েছেন ১০৮ পয়েন্ট ৷ মাত্র দু’পয়েন্টে হেরে এবারও পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হলেন বার্সেলোনার মহাতারকা ৷ এতেই আইএফএফএইচএসের বর্ষসেরা প্লেমেকারের পুরস্কারে বার্সেলোনার ছ’বছরের আধিপত্যের অবসান হয়েছে ৷ গত ছয় বছরে এই পুরস্কার পেয়েছেন বার্সেলোনার জাভি (২০০৮, ২০০৯, ২০১০, ২০১১) ও আন্দ্রে ইনিয়েস্তা (২০১২, ২০১৩)৷


Comments