সকাল থেকে রাত পর্যন্ত
আমরা নানা কজে ব্যাস্ত থাকি। কিন্তু এত
ব্যাস্ততার মধ্যেও আমরা আমাদের সাজের
প্রতি বিশেষ নজর রাখতে কেউই ভুলি না।
বাসা থেকে সকাল, দুপুর কিংবা রাত, যখনই বের
হই না কেন নিজেকে সুন্দর ও
পরিপাটি করে তবেই বের হই। কিন্তু ব্যাস্ততার
কারনে আমরা সবসময় একই সাজে বের
হয়ে থাকি। অথবা অনেকেই
জানি না যে দিনের কোন
সময়ে কিভাবে সাজতে হয়, তাই একই সাজে বের
হই সকাল, দুপুর ও রাতে। অথচ সকাল, দুপুর ও
রাতের সাজ হবে পুরোপুরিই ভিন্ন। তাই খুব কম
সহজেই সময়ের ভিন্নতা অনুযায়ি সাজের
ভিন্নতা আনতে রয়েছে কিছু টিপস।
# সকালের স্নিগ্ধ সাজ
সকালের মেকআপ বেশি ভারি হওয়া কখনোই
ঠিক নয়। সকালটা হল স্নিগ্ধ সময়, এর সাজও
হতে হবে স্নিগ্ধ। চোখে লাগিয়ে নিতে পারেন
গাঢ় কাজল। গাঢ় কাজল আপনার চেহারায়
এনে দেবে সকালের সতেজতা।
চোখে আইলাইনারের রেখা আর
আলতো করে চোখের পাতায় মাস্কারার প্রলেপ
দিন। ঠোঁটে দিন হালকা রঙের লিপস্টিক।
পোশাকের সঙ্গে কালার ঠিক
রেখে পরতে পারেন কপালে ছোট্ট একটা টিপ।
ব্যবহার করুন হালকা ফেস পাউডার, ত্বকের রঙ
ঘেঁষা আই শ্যাডো, বাদামি বা কালো কাজলের
বা পেন্সিলের রেখা। ঠোঁটে ন্যুড লিপস্টিক
বা লিপগ্লস। এই সুন্দর স্নিগ্ধ
সাজটিতে আপনাকে যেমন লাগবে সতেজ তেমন
আকর্ষনিয়।
# দুপুরের দীপ্তিমান সাজ
সকালের চেয়ে দুপুরের চটজলদি সাজ আরও
বেশি দীপ্তিমান হতে হবে। দুপুরের আলোকিত
সময়ে প্রসাধনের রঙ উজ্জ্বল হতে হবে।
চোখে গাঢ় করে কাজল দিতে পারেন আর
লিপস্টিক হতে পারে একটু ডিপ কালারের।
গালে বুলিয়ে নিতে পারেন কিছুটা চকচকে রোজ
পাউডার, লাগিয়ে নিতে পারেন চোখের
ওপরে পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে আই শেড
বা কালার পেন্সিল। এ
সাজে আপনাকে দেখাবে উজ্জ্বল
এবং দীপ্তিময়।
# সন্ধ্যার ভারি সাজ
সারা দিনের সাজের ঠিক বিপরীত হবে সন্ধ্যার
সাজটি। সন্ধ্যার সাজ হতে হবে গাঢ়
এবং ভারি। মুখে একটু পুরো করে ফাউন্ডেশন
লাগিয়ে ফেইস পাউডার বা নরমাল
সাদা পাউডার লাগিয়ে নিন। এতে করে আপনার
ত্বকের কোনো দাগ চোখে পড়বে না। চোখের
ওপরে মোটা করে আইলাইনার আর চোখের
নিচেও টেনে দিতে পারেন মোটা করে কাজল।
ঠোঁটে দিন গ্লস লিপস্টিক। সন্ধ্যার সাজে গ্লস
লিপস্টিক একটা আলাদা আভিজাত্য।
গালে লাগিয়ে নিন ব্লাসন ডিপ করে।
সময়োপযোগী সাজ আপনাকে দারুণ দেখাবে।
তবে যখন যেভাবেই সাজেন না কেন, সাজের
আগে নিজেকে সাজের
উপযোগী করে তুলতে কিছু নিয়ম মেনে চলতে হয়।
* সাজ শুরু করার আগে মুখটা ভালো করে ফেস
ওয়াশ দিয়ে ধুয়ে নিন। মুখে ও গলায় একটু
ভারি করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এতে করে আপনার
মেকআপটি ত্বকে ভালোভাবে বসে যাবে এবং বে
নমনীয় দেখাবে।
* মেকাপের আগে ত্বকের বাড়তি তেল দূর করার
জন্য সারা মুখে শসার পাতলা টুকরা দিয়ে নিন।
চোখের ওপরে রাখুন কুরোনো আলু- যাতে চোখের
নিচে আসে সজীবতা। শসার রস
অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে।
* ত্বকের
উজ্জ্বলতা ফিরিয়ে আনতে টমেটো ব্যবহার
করতে পারেন।
টমেটো আর্দ্রতা ধরে রাখে এবং টোনিংয়ের
কাজ করে।
* ত্বক শুষ্ক হলে ডিমের হলুদ অংশ
মুখে লাগালে নিমেষে মুখের ক্লান্তির ছাপ
মুছে যাবে। তবে ত্বকের
সজীবতা ধরে রাখতে বেশি করে পানি পান
করুন।-সূত্র: বিউটি টিপস।
Comments
Post a Comment