স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটবিশ্ব ভালোভাবেই জানে ভারতীয় উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে ৩ বিশ্বকাপ
জয়ী দেশ তথা ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বকাপের আগেই যেন খেলার ছন্দ হারিয়ে ফেলেছে।লঙ্কান বোলারদের তুলোধনু করে দুই কিউ ব্যাটসম্যান বিশ্বরেকর্ড নিজেদের
করে নিয়েছে। রঞ্জি ষষ্ঠ উইকেটে ৯৯ বলে ১৭০
রান করে অপরাজিত ছিলেন। এর আগে এই
পজিসনে ধোনির ১৩৯ রানের
রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি।
কিউ অলরাউন্ডার ইলিয়ড ১০৪ রান করেছেন।
পাশাপাশি ত্রিমান্নে ও সাঙ্গাকারার
মতো ব্যাটসম্যানদের প্রথম প্রহরেই
প্যাবিলিয়নে ফেরান তিনি। ৩৬০ রানের
জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বল
খেলেই ২৫২ রানে আল আউট হয় লঙ্কানরা।
লঙ্কান ব্যাটসম্যাদের মধ্যে এক মাত্র লড়াকু
ছিলেন তিলকরত্নে ডিলসান।
তিনি ১০৫ বলে ১১৫ রানের একটি ঝড়ো ইনিংস
খেলেছেন। তবে দলের লজ্জাজনক হার ও
ইলিয়ড-রঞ্জির রেকর্ড
গড়া নৈপুণ্যে চাপা পড়েছে ডিলসানের
ছন্দময় একটি ইনিংস। ম্যাচ
সেরা নির্বাচনে বেশ বিপাকেই
পড়তে হয়েছে আয়োজকদের, পরে হেভিওয়েট
দুটি উইকেট নেয়ার সুবাধে ইলিয়ড ও
রঞ্জি দু’জনকেই দেয়া হয় ম্যাচ সেরার
পুরষ্কার।
লঙ্কানদের পক্ষে ত্রিমান্নে ৪৫ ও জয়বর্ধন ৩০
রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই
উল্লেখ করার মত রান করতে পারে নি।
বোলার পক্ষে কুলারসাকারা ও ত্রিমান্নে ২
টি করে উইকেট নেন। আর পেরেরা নেন ১
উইকেট।
নিউজিল্যান্ডের এ দুই ব্যাটসম্যান ছাড়া কেউ
২৬ রানের গন্ডি পাড় করতে পারে নি।
বোলারদের পক্ষে বোল্ট ৪ টি অন্যদিকে টিম
সাউদি, ইলিয়ড ও ম্যাকক্লিনহান ২
টি করে উইকেট পান।
নিউজিল্যান্ডের সাথে চলতি সিরিজে এরই
মধ্যে ৩-১
ব্যবধানে পিছিয়ে পড়েছে মাহেলারা।
তবে কিউদের এখনো সিরিজ নিশ্চিত হয় নি।
কেননা এখনো ২ টি ম্যাচ বাকি রয়েছে।
Comments
Post a Comment