বিনোদন ডেস্ক :
পপ সেনসেশন শাকিরা মা হতে চলেছেন।
তিনি এখন সন্তানসম্ভবা।এ অবস্থাতেও বসে নেই
পপরানি।তিনি এখন যুক্ত হয়েছেন ইউনিসেফের
সঙ্গে। আর তাকে সঙ্গ দিতে তার
সঙ্গে এসে জুড়েছেন বার্সেলোনার ফুটবল
তারকা জেরার্ড পিকে।
শাকিরা এমনিতেই ইউনিসেফের গুডউইল
অ্যাম্বাসেডর। বরাবরই বিশ্ববিখ্যাত এ
স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন
উদ্যোগে তাকে পাওয়া গেছে। এবার
শাকিরা তার দীর্ঘদিনের পার্টনার
পিকেকেও পাশে পেয়েছেন। দারিদ্র্য সীমার
নিচে যেসব মায়েরা থাকেন তাদেরকে সুন্দর
ও উন্নত জীবন উপহার দেয়াই শাকিরা-পিকের
লক্ষ্য।
ইউনিসেফের হাত ধরে এক নতুন প্রজেক্ট
এনেছেন তারা। নাম দিয়েছেন ওয়ার্ল্ড
বেবি শাওয়ার। নিজের আসন্ন সন্তানের
কথা মাথায় রেখেই শাকিরা এখন শিশুসেবার
দিকে ঝুঁকছেন।
এখন ইউনিসেফের থেকে গিফট কিনলেই
ওয়ার্ল্ড বেবি শাওয়ারে আর্থিক অনুদান
পৌঁছে যাবে। এ ব্যপারে শাকিরা বলেন,
ইউনিসেফের ইনস্পায়ার্ড গিফটের
মাধ্যমে সারা পৃথিবীর পিছিয়ে থাকা মা-
শিশুদের সাহায্য করতে পারবে প্রত্যেকেই।
Comments
Post a Comment