প্যারিসে বন্দুকধারীর আক্রমণ থেকে বেশ
কয়েকজনকে রক্ষা করেছিলেন যে মুসলিম যুবক
তাকে ফরাসি নাগরিকত্ব দেয়া হয়েছে।
হামলায় সময় দোকানটির কর্মচারী লেসানা বাথিলি ভূগর্ভস্থ একটি কক্ষে বেশ কয়েকজন ক্রেতাকে ঢুকিয়ে তাদের রক্ষা করেন।২৪ বছর বয়স্ক বাথিলি মালি থেকে আসা মুসলমান।
বাথিলিকে নাগরিকত্ব দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস এবং স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুভ।অনুষ্ঠানে বক্তৃতায় বাথিলি বলেন, ‘নাগরিকত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’‘লোকজন বলেন আমি নাকি বীর কিন্তু আমি বীর না। আমি লাসানা,’বলেন তিনি।তিনি আরো বলেন, ‘ আমি আগের মতই থাকব। আমি আবারো একই
কাজ করব, কারণ আমি হৃদয়ের ডাকে সাড়া দিয়েছি।’নয় বছর ধরে ফ্রান্সে বাস করছেন বাথিলি। গত বছর তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন।
সেদিনকার ঘটনার কথা স্মরণ করেন বাথিলি বলেন, ‘আমি ভূগর্ভস্থ ফ্রিজারে নেমে দরজাটা খুলে দিলাম, তাতে বেশ কয়েকজন
ঢুকে গেল।আমি বাতি আর ফ্রিজার বন্ধ করে দিলাম।’তিনি আরো বলেন, আমি তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে শান্ত থাকতে বললাম, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেখান হতে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায়।’
এ ঘটনার পর রাতারাতি বীর বনে যান বাথিলি।
প্যারিসের কোশার সুপারমার্কেটে চলতি মাসের ওই হামলার সময় চারজনকে গুলি করে হত্যা করে এক মুসলিম বন্দুকধারী।
Comments
Post a Comment