বেড়াতে গেলে ছেলে-ছেলে বেড়ানোই স্বাস্থ্যকর!

বেড়াতে গেলে ছেলে-ছেলে বেড়ানোই স্বাস্থ্যকর! allbdnews bdnews24


অনেক তরুণকেই বন্ধুদের তুলনায় বান্ধবীদের নিয়ে বেড়াতে যেতে আগ্রহী হতে দেখা যায়। যদিও ছেলেদের বান্ধবী বাদ দিয়ে শুধু বন্ধুদের সঙ্গে বেড়ানোটাই স্বাস্থ্যের জন্য ভালো বলে জানিয়েছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
সম্প্রতি জার্মান গবেষকদের এ তথ্য অনেক বান্ধবী কিংবা স্ত্রী পছন্দ নাও করতে পারেন। কিন্তু পছন্দ করেন আর নাই করেন, বিষয়টি গবেষণাতেই প্রমাণিত হয়েছে।গবেষণায় জানা গেছে, পুরুষরা যদি পুরুষদের সঙ্গেই বেড়াতে যায় তাহলে সেটা তাদের মানসিক চাপ কমাতে সহায়ক হয়।
গবেষণায় দেখা গেছে, পুরুষদের সঙ্গে পুরুষরা বেড়াতে গেলে তাতে মানসিক চাপ অনেকখানি কমে যায়। যদিও কোনো নারী বা পরিবারের সঙ্গে বেড়াতে গেলে তা অতটা কমে না।

Comments