আসছে ডে-নাইট টেস্ট, সাথে গোলাপী বল

সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে টেস্ট ক্রিকেটকে আরো জনপ্রিয় কিভাবে করা যায়, তা নিয়ে গত
কয়েক বছর ধরেই নানা চিন্তা করা হচ্ছে।
একটি চিন্তা ছিলো ডে-নাইট টেস্ট আয়োজনের।
সেই চিন্তাটাই নতুন করে আবারও আলোচনায়।
গুঞ্জন উঠেছে চলতি বছরের নভেম্বরেই
হয়তো প্রথমবারের মতো দেখা যাবে দিন-রাতের
টেস্ট ম্যাচ। এই টেস্টেই ব্যবহার
করা হবে গোলাপী রঙের বল।
আলোচনায় থাকা এই টেস্টে খেলতে পারে দুই
প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই দল দুই
টেস্টের সিরিজ খেলতে পারে। সেভাবেই চ্যানেল
নাইনের সাথে কথা বলছে দেশ দুটির ক্রিকেট
বোর্ড। সিরিজের একটি টেস্ট অনুষ্ঠিত
হতে পারে অস্ট্রেলিয়ায়
এবং একটি নিউজিল্যান্ডে।
গত নভেম্বরে শেফিল্ড শিল্ডের
একটি রাউন্ডে ডে-নাইট ম্যাচ হয়েছে। তার
আগে গত গ্রীষ্মেও দীর্ঘ পরিসরের ডে-নাইট ম্যাচ
খেলা হয়েছিলো। সব মিলিয়ে ক্রিকেট
অস্ট্রেলিয়া আশাবাদী। তারা মনে করছে ডে-
নাইট ম্যাচ দর্শকদের মধ্যে নতুন রকম সাড়া ফেলবে।
এবং ম্যাচগুলো দারুণভাবে মানিয়ে যাবে গোলাপী বল।

Comments