আবার রেকর্ডের ঘোষণা দিলেন আফ্রিদি

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের খেলায় চোখ রাখতে পারেন! আবারও দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়তে চান পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি। বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এই ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে ৩৭ বলে সেঞ্চুরি করে দীর্ঘ দিন
রেকর্ডটটা নিজের করে রেখেছিলেন আফ্রিদি।
পরে গত বছরের জানুয়ারিতে ৩৬ বলে তার রেকর্ড
ভাঙেন নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন। এক
বছর পর তার রেকর্ড ভেঙে দেন
প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
তিনি সেঞ্চুরি করেন ৩১ বলে।
এরপর আফ্রিদি ঘোষণা দিলেন আবারও
রেকর্ডটা নিজের করে নিতে চান তিনি। এজন্য
বিশ্বকাপকেই বেছে নিয়েছেন এই পাঠান।
আফ্রিদি বলেন, ‘নির্দিষ্ট করে রেকর্ড গড়ার জন্য
খেলা যায় না। যখন বিশেষ একটি দিন
আসে এবং আকাশসমান উঁচুতে আত্মবিশ্বাস থাকে,
তখনই কেবল এ ধরনের রেকর্ড গড়া সম্ভব।’
নিজের উদ্দেশ্যের
কথা বলতে গিয়ে আফ্রিদি মন্তব্য করেন, ‘যদি সব
ঠিকঠাক থাকে, তবে আমি ভিলিয়ার্সের
গড়া রেকর্ডটা আরো একটু উন্নত করতে চাই।
হয়তো নিউজিল্যান্ডের
বিপক্ষে বা বিশ্বকাপে তা হয়েও যেতে পারে।’
আফ্রিদি তার রেকর্ডটি গড়েছিলেন ১৯৯৬ সালে।
এরপর ১৭ বছরেরও বেশি সময় ধরে রেকর্ডটি নিজের
করে রেখেছিলেন তিনি। ব্রায়ান লারা, সনাথ
জয়সুরিয়াসহ অনেক ব্যাটসম্যান কাছাকাছি গিয়েও
আফ্রিদির রেকর্ড ভাঙতে পারেননি।

Comments