২০দলীয় জোটের ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল
শেষ পর্যন্ত ‘লাগাতার’ হরতালে রূপ নিতে যাচ্ছে।
শুক্রবারের ঘোষণা অনুযায়ী, রোববার ভোর ৬
টা থেকে ৭২ ঘণ্টার হরতালের কর্মসূচি শুরু
হবে।কিন্তু শুক্রবার গভীর রাতে বিএনপির যুগ্ম-
মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের
পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আর সময়ক্ষেপণ করতে চান না তিনি। চলমান
বিরতিহীন অবরোধের সঙ্গে লাগাতার হরতাল
ঘোষণার পক্ষে মত দিয়েছেন তিনি। ৭২
ঘণ্টার হরতাল শেষ হওয়ার আগেই লাগাতার
হরতালের কর্মসূচি ঘোষণা করবে ২০দলীয়
জোট। বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য
জানা গেছে।
সূত্র মতে, লাগাতার হরতাল ঘোষণার
প্রেসবিজ্ঞপ্তিও এরই
মধ্যে তৈরি করা হয়েছে বলে জানায় ওই সূত্র।
বাকিটা শুধু ঘোষণার অপেক্ষা।
বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ
না করার শর্তে জানান, লাগাতার হরতালের
পরিকল্পনা আগেই নেয়া ছিল। চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াকে যখন তখনই গ্রেফতার
করতে পারে সরকার। এ
আশঙ্কা থেকে আগেভাগেই লাগাতার
হরতালের ঘোষণা দিতে পারেন
চেয়ারপারসন।
তিনি জানান, চেয়ারপারসনের কার্যালয়ের
বিদ্যুৎ সংযোগের পর ইন্টারনেট, মোবাইল
ফোন নেটওয়ার্ক ও ক্যাবল টিভির সংযোগও
বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এসব
করে আন্দোলন দমানো যাবে না।
দাবি আদায় না পর্যন্ত একের পর এক
আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।
Comments
Post a Comment