উঠতি বয়সী তরুণ-তরুণীদের অ্যালকোহলে আগ্রহ বাড়ে বিজ্ঞাপন দেখে

টেলিভিশনে অ্যালকোহলের বিজ্ঞাপন
টিনএজদের মাঝে আগ্রহ গড়ে তোলে। নতুন এক
গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষকরা বলেন, আমেরিকায়
উঠতি বয়সী তরুণ-তরুণীদের
অ্যালকোহলে আগ্রহ বাড়ে বিজ্ঞাপন দেখে।
আর এটি আমেরিকার অন্যতম
সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০১৩ সালে ৬৬
দশমিক ২ শতাংশ হাইস্কুল শিক্ষার্থীদের
অ্যালকোহলে আসক্ত অবস্থায় পাওয়া যায়।
এদের মধ্যে ৩৪ দশমিক ৯ শতাংশ অ্যালকোহল
পান বিগত ৩০ দিনে কমিয়ে দিয়েছে এবং ২০
দশমিক ৮ শতাংশের
কাছে তা পানোৎসবে পরিণত হয়েছে।
এভাবে আমেরিকায় বিলিয়ন বিলিয়ন
ডলারের অ্যালকোহল পান করা হয়।এ গবেষণায়
আরো বলা হয়, ১৯৬৯ সাল
থেকে দেশটিতে টেলিভিশনে সিগারেটের
বিজ্ঞাপন প্রচার বন্ধ করা হয়েছে। কিন্তু
অ্যালকোহলের বিজ্ঞাপন চলছে।
এক জরিপে বলা হয়, কম বয়সীদের
মাঝে অ্যালকোহল পান
রীতিমতো উৎসবে পরিণত হয়েছে।
তা ছাড়া তারা বিভিন্ন
অনুষ্ঠানে বা মিটিংয়ের ক্ষেত্রে অল্পস্বল্প
অ্যালকোহল খাচ্ছে।
পানোৎসবে মেতে থাকে জরিপের ২৯ শতাংশ
তরুণ যাদের বয়স ১৫-১৮ বছর। আর
মিটিংয়ে হালকা পান করেন একই বয়সের ১৮
শতাংশ। অন্যদিকে, ১৮-২০ বছর বয়সীদের ২৯
শতাংশ উৎসবের মতো পান করেন,
যেখানে একই বয়সীদের ১৯ শতাংশ সামান্য
পানে অভ্যস্ত।
তবে মদ ও বিয়ার নির্মাতাদের দাবি,
তাদের এসব বিজ্ঞাপন কম বয়সীদের
মাঝে অ্যালকোহল গ্রহণের আগ্রহ বাড়ায় না।
বরং বাবা-মা এবং বড়দের দেখেই তারা এসব
শেখে।'জেএএমএ পেডিয়াট্রিকস'
জার্নালে এই
গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

Comments