অনলাইনে বিক্রি হবে বেকহ্যামের গাড়ি



আপনি যদি বেকহ্যামের ফ্যান হয়ে থাকেন, আর তার ব্যবহার করা জিনিসগুলি আপনি কিনতে চান তাহলে আপনার জন্য সে সুযোগ এসেছে ৷ সৌজন্য জনপ্রিয় ই-কমার্স সাইট e-bay ৷ তারা তাদের সাইটে একটি ‘AUDI RS6′ গাড়ির ছবি পোস্ট করে দাবি করেছে এটি বেকহ্যামের ব্যবহার করা গাড়ি ৷ আর গাড়িটি বিক্রির জন্য ভারতীয় মূদ্রায় দাম রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ ৮০ হাজার টাকা ৷ প্রসঙ্গত, গতবছর নভেম্বর মাসে ইংল্যান্ডের সুপারস্টার এক গাড়ি দুর্ঘটনার পড়েন ৷
ছেলে ব্রুকলিনকে আর্সেনাল ট্রেনিং থেকে নিয়ে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনায় তাঁর ৫৭ লক্ষ টাকার সিলভার রঙের AUDI RS6 সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ৷দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বেকহাম ৷ e-bay-র দাবি বিজ্ঞাপনের গাড়িটি বেকহ্যামের সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িই ৷

Comments